১৪৮ রানে প্রথম ইনিংস শেষ হয়ে যায় পাকিস্তানের। অস্ট্রেলিয়ার বোলারদের রিভার্স সুইংয়ে ধরাশায়ী হন বাবররা। মঙ্গলবার শতরানের পর পাক অধিনায়ক বলেন, “প্রথম ইনিংসের পর আমরা রিভার্স সুইং খেলার অনুশীলন করি। আমাদের একটু দেরিতে খেলতে হবে সেটা বুঝতে পারি।”
বাবর আজম। —ফাইল চিত্র
শতরানকারী বাবর আজমের মতে করাচি টেস্ট এখনও শেষ হয়ে যায়নি। ১৯ রানে দুই উইকেট চলে যাওয়ার পর সেখান থেকে লড়াই শুরু করেন বাবর এবং আব্দুল্লাহ শফিক। দিনের শেষে পাকিস্তানের স্কোর ১৯২/২।
১০২ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের শেষে বাবর বলেন, “আমার কাছে এই ইনিংসটা খুব প্রিয় হয়ে থাকবে, দলের দরকার ছিল এমন ইনিংস। শফিকের সঙ্গে এমন একটা ইনিংস খেলতে পেরেছি এটা খুবই সৌভাগ্যের। ম্যাচ যদিও শেষ হয়নি। আগামীকাল এমন ভাবেই খেলে যেতে হবে আমাদের। বাকি ব্যাটারদেরও এমন ভাবে খেলতে হবে।” ৩১৪ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। শেষ দিনে অস্ট্রেলিয়ার ৮ উইকেট প্রয়োজন জেতার জন্য।
১৪৮ রানে প্রথম ইনিংস শেষ হয়ে যায় পাকিস্তানের। অস্ট্রেলিয়ার বোলারদের রিভার্স সুইংয়ে ধরাশায়ী হন বাবররা। মঙ্গলবার শতরানের পর পাক অধিনায়ক বলেন, “প্রথম ইনিংসের পর আমরা রিভার্স সুইং খেলার অনুশীলন করি। আমাদের একটু দেরিতে খেলতে হবে সেটা বুঝতে পারি।”
শেষ দিনে এই পরিস্থিতি থেকে পাকিস্তান ম্যাচ জিতলে তা অবশ্যই ইতিহাস তৈরি করবে। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে কঠিন পরীক্ষা রাখতে চাইছেন বাবররা।