icc word cup

ICC Women’s World Cup 2022: মেয়েদের বিশ্বকাপে ভারতের পর অস্ট্রেলিয়ার কাছেও হার পাকিস্তানের

ব্যাট হাতে মেগ ল্যানিংরা ৩৪.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন। ওপেনার অ্যালিসা হেলি ৭২ রান করেন। অন্য ওপেনার র‍্যাচেল হায়নেস ৩৪ রান করেন। ল্যানিং ৩৫ রান করেন। কখনও মনে হয়নি অস্ট্রেলিয়া ম্যাচ জিততে পারবে না। ১৫৩ রানে ৩ উইকেট পরে যাওয়ার পর অ্যালিস পেরি এবং বেথ মুনি অস্ট্রেলিয়ার হয়ে অনায়াসে জয়ের রান তুলে দেন। ম্যাচের সেরা হন হেলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৬:১০
Share:

ছবি: টুইটার থেকে

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের মেয়েদের আবার হার। ভারতের পর অস্ট্রেলিয়ার কাছেও হারতে হল বিসমাহ মারুফদের। মঙ্গলবার ৭ উইকেটে হেরে যায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব বিভাগেই হেরে যায় তারা।

প্রথমে ব্যাট করে ১৯০ রান করে পাকিস্তান। অধিনায়ক মারুফ ৭৮ রানে অপরাজিত থাকেন। ১২২ বলে এই রান করেন তিনি। ওপেনাররা ব্যর্থ হওয়ার পর মারুফ দলের হাল ধরলেও তাঁকে আলিয়া রিয়াজ ছাড়া কেউ সাহায্য করতে পারলেন না। আলিয়া ৫৩ রান করেন। ৫০ ওভার ব্যাট করলেও মাত্র ১৯০ রান তুলতে পারে পাকিস্তান। অস্ট্রেলিয়ার আলানা কিং দুই উইকেট নেন। একটি করে উইকেট নেন মেগান শ্যুট, এলিজ পেরি, আমান্ডা জেড এবং নিকোলা ক্যারি।

Advertisement

ব্যাট হাতে মেগ ল্যানিংরা ৩৪.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন। ওপেনার অ্যালিসা হেলি ৭২ রান করেন। অন্য ওপেনার র‍্যাচেল হায়নেস ৩৪ রান করেন। ল্যানিং ৩৫ রান করেন। কখনও মনে হয়নি অস্ট্রেলিয়া ম্যাচ জিততে পারবে না। ১৫৩ রানে ৩ উইকেট পরে যাওয়ার পর অ্যালিস পেরি এবং বেথ মুনি অস্ট্রেলিয়ার হয়ে অনায়াসে জয়ের রান তুলে দেন। ম্যাচের সেরা হন হেলি।

দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। পাকিস্তান, বাংলাদেশ এবং ইংল্যান্ড এখনও কোনও পয়েন্ট পায়নি। একটি ম্যাচ খেলে দুই পয়েন্ট ভারত দু’নম্বরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement