পাকিস্তানের করা ১৪৯ রান তাড়া করতে নেমেছে ভারত। হরমনপ্রীত কৌর আউট হয়ে যাওয়ায় চাপে ভারত। —ফাইল চিত্র
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় রান করল পাকিস্তান। অর্ধশতরান করলেন পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফ। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেললেন আয়েশা নাসিম। ভারতের হয়ে ভাল বল করলেন রাধা যাদব। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে পাকিস্তান।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিন বিসমা। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানান, তিনিও টসে জিতলে প্রথমে ব্যাট করতেন। শুরুটা অবশ্য ভাল হয়নি পাকিস্তানের। দ্বিতীয় ওভারেই ওপেনার জাভেরিয়া খান আউট হন। উইকেট নেন দীপ্তি শর্মা। রান পাননি অপর ওপেনার মুনিবা আলিও। শূন্য রান করে সাজঘরে যান অভিজ্ঞ নিদা দার। ৪৩ রানে ৩ উইকেট পড়ে যায় পাকিস্তানের।
এক দিকে খেলছিলেন অধিনায়ক বিসমা। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। তাঁকে সঙ্গ দেন আয়েশা। দু’জনে মিলে শেষ দিকে পাকিস্তানের রানকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে থাকেন তাঁরা। রেণুকা ঠাকুরের এক ওভারে বেশ কয়েকটি বড় শট খেলেন আয়েশা। সেখান থেকেই খেলার গতি বদলে যায়।
পাকিস্তানের রানের গতি বাড়ায় কিছুটা চাপে পড়ে যায় ভারত। ফিল্ডিংয়ে ভুল করতে থাকেন হরমনপ্রীতরা। আয়েশার ক্যাচ ফস্কান রাধা। ৪৫ বলে নিজের অর্ধশতরান করেন বিসমা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। বিসমা ৬৮ ও আয়েশা ৪৩ রান করে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে সফলতম বোলার রাধা। ২১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। দীপ্তি ও পূজা ১টি করে উইকেট নেন।