india cricket

Women’s World Cup 2022: নিয়মে বড় বদল, বিশ্বকাপের দলে ৯ জন নিয়েও খেলতে পারবেন মিতালিরা

এ বারের বিশ্বকাপ হওয়ার কথা নিউজিল্যান্ডে। ৪ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল ৩ এপ্রিল। আট দলের বিশ্বকাপে প্রতিটি দল বাকিদের বিরুদ্ধে খেলবে। অর্থাৎ গ্রুপ লিগে প্রতিটি দল সাতটি করে ম্যাচ করবে। তার পরে সেরা চার দল সেমিফাইনালে উঠবে। বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে সেখানে পৌঁছে গিয়েছেন মিতালি রাজরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০২
Share:

৪ মার্চ থেকে শুরু বিশ্বকাপ ফাইল চিত্র।

কোভিড পরিস্থিতিতে যদি দলের অনেক ক্রিকেটার সংক্রমিত হয় তা হলে দরকার পড়লে মেয়েদের বিশ্বকাপে সর্বনিম্ন ৯ জন ক্রিকেটার নিয়েও খেলতে পারবে দলগুলি। এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যাতে কোনও ভাবেই টুর্নামেন্টে ব্যাঘাত না ঘটে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আইসিসি-র তরফে ক্রিস টেটলে বলেন, ‘‘কোভিড পরিস্থিতিতে আমাদের নিয়মে কিছুটা ছাড় দিতে হয়েছে। বিশ্বকাপের দলে বেশি প্লেয়ার রাখতে পারবে দলগুলি। তবে মূল স্কোয়াড ১৫ জনেরই হবে। বাকিদের রি়জার্ভ হিসাবে রাখা হবে। দরকার পড়লে তাঁদের মূল দলে অন্তর্ভুক্ত করা যাবে। টুর্নামেন্ট চলাকালীন কোনও ক্রিকেটার কোভিড থেকে সুস্থ হয়ে উঠলে তাঁকেও দলে ফেরানো যাবে।’’

সব থেকে খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখে ৯ ক্রিকেটার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ক্রিস বলেন, ‘‘যদি কোনও দলের পরিস্থিতি খুব খারাপ হয় তা হলে প্রয়োজনে ৯ জনকে নিয়েও দল গড়া যাবে। সে ক্ষেত্রে ম্যানেজমেন্ট থেকে আরও দু’জনকে নেওয়া যাবে। তাংরা ব্যাট-বল না করলেও ফিল্ডিং করতে পারবেন। যাতে কোনও ভাবেই বিশ্বকাপে ব্যাঘাত না হয় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Advertisement

এ বারের বিশ্বকাপ হওয়ার কথা নিউজিল্যান্ডে। ৪ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল ৩ এপ্রিল। আট দলের বিশ্বকাপে প্রতিটি দল বাকিদের বিরুদ্ধে খেলবে। অর্থাৎ গ্রুপ লিগে প্রতিটি দল সাতটি করে ম্যাচ করবে। তার পরে সেরা চার দল সেমিফাইনালে উঠবে। বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে সেখানে পৌঁছে গিয়েছেন মিতালি রাজরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement