—ফাইল চিত্র
এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় পঞ্চম স্থানে নেমে গেল ভারত। পাকিস্তান উঠে এল চার নম্বরে। ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়ে ক্রমতালিকায় উঠে এল পাকিস্তান। শীর্ষে নিউজিল্যান্ড।
সিরিজ শুরুর আগে পঞ্চম স্থানে ছিল পাকিস্তান। তাদের রেটিং ছিল ১০২। ওয়েস্ট ইন্ডিজকে তিনটি এক দিনের ম্যাচে হারিয়ে পাকিস্তানের রেটিং ১০৬। ভারতকে এক রেটিং পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে দিল তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-৩ ব্যবধানে এক দিনের সিরিজে হেরেছিল ভারত। বছরের শুরুতে সেই হারের ফলে রেটিং বাড়েনি ভারতের। প্রসঙ্গত, এ বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ধরনের ক্রিকেটেই জিততে পারেনি ভারত।
ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। ভারতকে বার বার হারালেও দক্ষিণ আফ্রিকা এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে বাংলাদেশ। শ্রীলঙ্কা রয়েছে অষ্টম স্থানে। পাকিস্তানের কাছে হারা ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে। দশম স্থানে আফগানিস্তান।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।