ICC

ICC: আইসিসি-র নতুন নিয়মে টি-টোয়েন্টি ক্রিকেটে আরও বেশি সুবিধা পেতে পারেন ব্যাটাররা

আগে মন্থর ওভার রেটের জন্য ফিল্ডিং দলকে জরিমানা করা হত। অনেক সময় অধিনায়ককে শাস্তি দেওয়া হত ম্যাচ খেলতে না দিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ ১৬:৫৪
Share:

কী কী নিয়ম আনছে ক্রিকেটের নিয়ামক সংস্থা? —ফাইল চিত্র

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন নিয়ম আনছে আইসিসি। তবে এই নিয়মের ফলে বোলারদের থেকে ব্যাটারদেরই বেশি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। কী কী নিয়ম আনছে ক্রিকেটের নিয়ামক সংস্থা?

আইসিসি জানিয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটে মন্থর বোলিংয়ের জন্য সেই ম্যাচেই শাস্তি দেওয়া হবে বোলিং দলকে। এখন থেকে কোনও দল যদি নির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভার শুরু করতে না পারে তা হলে বাকি ওভারের সময় ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে তাদের। সেই ক্ষেত্রে ব্যাটারদের কাছে বাড়তি সুবিধা থাকবে শেষ দিকে বেশি রান তুলে নেওয়ার।

Advertisement

আগে মন্থর ওভার রেটের জন্য ফিল্ডিং দলকে জরিমানা করা হত। অনেক সময় অধিনায়ককে শাস্তি দেওয়া হত ম্যাচ খেলতে না দিয়ে।

এ ছাড়াও আরও একটি নিয়ম আনছে আইসিসি। ইনিংসের মাঝে আইপিএল-এ যেমন আড়াই মিনিটের একটি জল খাওয়ার বিরতি দেওয়া হয়, আন্তর্জাতিক ম্যাচেও তেমনটাই করা হবে এ বার থেকে।

Advertisement

১৬ জানুয়ারি জামাইকাতে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের ম্যাচে প্রথম এই নিয়মে খেলা হবে। মেয়েদের ক্রিকেটে এই নিয়মে প্রথম ম্যাচ খেলা হবে ১৮ জানুয়ারি। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচ খেলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement