কানপুরে ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচের সময় মাঠ ঢাকার চেষ্টা। ছবি: পিটিআই।
সম্প্রতি ভারত ঘরের মাঠে পাঁচটি টেস্ট খেলেছে। এর মধ্যে দু’টি ছিল বাংলাদেশের বিরুদ্ধে এবং তিনটি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু এই পাঁচটি মাঠের মধ্যে মাত্র একটি নিয়েই খুশি আইসিসি। কানপুর পিচ নিয়ে অসন্তুষ্ট তারা।
বাংলাদেশের বিরুদ্ধে ভারত খেলেছিল চেন্নাই এবং কানপুরে। কিউয়িদের বিরুদ্ধে খেলেছিল বেঙ্গালুরু, পুণে এবং মুম্বইয়ে। আইসিসি-র ম্যাচ রেফারি জেফ ক্রো কানপুরের মাঠ নিয়ে খুশি নন। গ্রিন পার্ক স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এই মাঠে টেস্টের প্রথম দু’দিন খুব একটা বৃষ্টি না হলেও খেলা সম্ভব হয়নি। যদিও ভারত খেলা শুরু হতেই দু’দিনে ম্যাচ জিতে নেয়। কানপুরের সেই পিচকে ‘অসন্তোষজনক’ বলে জানিয়েছে আইসিসি।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে যে তিনটি মাঠে খেলা হয়েছে, সেগুলিও খুশি করতে পারেনি আইসিসিকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড বুন ছিলেন ম্যাচ রেফারি হিসাবে। তিনি এই তিনটি মাঠ নিয়েই খুব একটা ভাল কিছু বলেননি। মুম্বই এবং পুণের পিচ ছিল স্পিন সহায়ক। বেঙ্গালুরুতে সাহায্য পেয়েছিলেন পেসারেরা। তবে বুনকে খুশি করতে পারেনি এই পিচগুলি। তিনি এই পিচগুলিকে ‘সন্তোষজনক’ বলেছেন।
আইসিসি প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের পরেই মাঠ কেমন তা জেনে নেয় ম্যাচ রেফারির থেকে। ছ’টি পর্যায় মান নির্ণয় করা হয়। সেগুলি— খুব ভাল, সন্তোষজনক, অসন্তোষজনক, সাধারণের থেকে খারাপ, খুব খারাপ এবং খেলার অযোগ্য। পাঁচটি টেস্টের মধ্যে একমাত্র চেন্নাইয়ের মাঠকেই আইসিসি খুব ভাল বলেছে।