(বাঁ দিকে) জয় শাহ এবং থমাস বাখ (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে হবে ক্রিকেট। ১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেটের প্রত্যাবর্তন নিয়ে সতর্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কোনও ভাবেই এই সুযোগ নষ্ট করতে চায় না আইসিসি। সংস্থার চেয়ারম্যান জয় শাহও আন্তরিক। সুইৎজারল্যান্ডে গিয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান থমাস বাখের সঙ্গে বৈঠক করলেন জয়।
আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর কিছু দিন আগে ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক্সের সিইও সিন্ডি হুকের সঙ্গে বৈঠক করেছিলেন জয়। বর্ডার-গাওস্কর ট্রফির সময় অস্ট্রেলিয়া সফরে গিয়ে হুকের সঙ্গে বৈঠক করেছিলেন। কারণ ব্রিসবেন অলিম্পিক্সে ক্রিকেট হবে। তার আগে আগামী লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও হবে ২২ গজের লড়াই। তাই এ বার জয় গেলেন আইওসি প্রধানের কাছে। শোনা যাচ্ছে আগামী অলিম্পিক্সের ক্রিকেট ম্যাচগুলি লস অ্যাঞ্জেলেসে হবে না। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি আমেরিকার যে মাঠ দু’টিতে হয়েছিল, সেখানেই হবে অলিম্পিক্সের ম্যাচগুলিও। তাতে আইসিসির মূল উদ্দেশ্য ব্যর্থ হতে পারে। বাকি খেলাগুলির মতো ক্রিকেটের আয়োজনও যাতে লস অ্যাঞ্জেলেসে হয়, তা নিয়েই কথা বলতে গিয়েছিলেন জয়। মঙ্গলবার বাখের সঙ্গে জয়ের বৈঠকের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছে আইসিসি।
আইওসি প্রধানের সঙ্গে বৈঠক নিয়ে জয় জানিয়েছেন, ‘‘ক্রিকেটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সময়। কারণ আমরা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের প্রস্তুতি নিচ্ছি। ক্রিকেটকে গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছে আরও আকর্ষক এবং জনপ্রিয় করে তোলার চেষ্টা করছি আমরা। সারা বিশ্বে জনপ্রিয় হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ক্রিকেটের। এই সুযোগ কাজে লাগাচে চাই। খেলাটাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য আইসিসির কর্তা এবং সহযোগী দেশগুলির সঙ্গে কাজ করতে চাই।’’
এখনও পর্যন্ত এক বারই ক্রিকেট খেলা হয়েছে অলিম্পিক্সে। ১৯০০ সালের গেমসে ক্রিকেটে অংশগ্রহণ করেছিল ইংল্যান্ড এবং ফ্রান্স। তার পর আর কখনও অলিম্পিক্সের ক্রীড়াতালিকায় জায়গা হয়নি ক্রিকেটের। গত কয়েক বছর ধরে আইসিসির চেষ্টার ফলে আগামী দু’টি অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট।