কার্লোস আলকারাজ়। —ফাইল চিত্র।
কোর্টের লড়াইয়ে জিততে পারেননি। তবে ম্যাচ খেলতে নামার আগেই অঘটন ঘটিয়ে ফেলেন কার্লোস আলকারাজ়। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচের মুখোমুখি হওয়ার আগে সাজঘরে একটি অপকর্ম করে ফেলেন তিনি।
খেলতে নামার আগে সাজঘরে হালকা গা ঘামাচ্ছিলেন আলকারাজ়। তাঁর সঙ্গে ছিলেন কোচ জুয়ান কার্লোস ফেরেরো এবং অন্য সাপোর্ট স্টাফেরাও। হাত সচল করতে দেওয়ালে র্যাকেট দিয়ে বল মারছিলেন স্পেনের ২১ বছরের তরুণ। হঠাৎই তাঁর শট দেওয়ালের কোণে থাকা কিছুতে আঘাত করে। তা দেখে হেসে ফেলেন ফেরেরো। হাসি চাপতে পারেননি সে সময় সাজঘরে থাকা অন্য সাপোর্ট স্টাফেরাও। প্রথমে আলকারাজ় নিজে আঁতকে উঠে কপালে হাত দেন। পরে চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক নিজেও হেসে ফেলেন। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
আলকারাজ সাজঘরের কোনও ক্ষতি করেছেন কিনা, তা জানা যায়নি। দেওয়ালের পরিবর্তে তাঁর মারা শট কোথায় গিয়ে লাগে, তাও অজানা। তবে ভুল শট মারার খেসারত তাঁকে দিতে হয়েছে জোকোভিচের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেও। ফলে প্রথম সেট জিতেও তাঁকে হারতে হয়েছে ১-৩ সেটের ব্যবধানে। আলকারাজ়ের পক্ষে কোয়ার্টার ফাইনালের ফল ৬-৪, ৪-৬, ৩-৬, ৪-৬।