দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। — ফাইল চিত্র।
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মুখোমুখি হচ্ছে ভারত-নিউ জ়িল্যান্ড। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দেশ। সে বার ভারত হেরেছিল। এ বার তারা বদলা নেওয়ার জন্য তৈরি। তবে সমর্থকদের দৃষ্টি রয়েছে আবহাওয়ার দিকে। কেমন থাকবে রবিবারের আবহাওয়া?
এখনও পর্যন্ত ভারত চারটি ম্যাচই খেলেছে দুবাইয়ে। কোনও ম্যাচেই বৃষ্টি হয়নি। তবে দুপুরে খেলা শুরু হওয়ার সময় বেশ গরম থাকে। রবিবারও সেটাই থাকার সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সারা দিনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্থানীয় সময় দুপুর ১টা থেকে খেলা শুরু হওয়ার কথা। সেই সময় ৩৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে। অর্থাৎ বেশ গরম। তবে যত খেলা গড়াবে ততই তাপমাত্রা কমতে থাকবে। খেলা শুরু হওয়ার সময় আকাশ পরিষ্কার থাকলেও দুপুর ৩টে থেকে আকাশে মেঘ জমার কথা রয়েছে। তার পর থেকে সারা দিনই আকাশে মেঘ থাকার কথা। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
ঠিক এক সপ্তাহ আগে দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচে ভারত জিতেছিল। ফলে নিউ জ়িল্যান্ডও মরিয়া থাকবে জয়ের জন্য। আইসিসি প্রতিযোগিতায় এমনিতেই কিউয়িদের বিরুদ্ধে ভারতের ফলাফল খারাপ। চার বছর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতকে হারিয়েছিল তারা। নিউ জ়িল্যান্ডের হয়ে ফর্মে রয়েছেন রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরিরা। এখন কার রোহিত শর্মারা টক্কর দিতে পারেন কি না।