এশিয়া কাপে ব্যর্থতার পরে রোহিতদের পাখির চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপ। —ফাইল চিত্র
এশিয়া কাপে ব্যর্থ ভারত। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালে উঠতে পারেননি রোহিত শর্মারা। আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই দুই দলের বিরুদ্ধে খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে পারবেন রোহিতরা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর। মোহালিতে খেলতে নামবে ভারত। ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ নাগপুরে। ২৫ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ম্যাচে হায়দরাবাদে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
অস্ট্রেলিয়া দেশে ফিরে যাওয়ার পরেই ভারতে খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২৮ সেপ্টেম্বর। তিরুঅনন্তপুরমে হবে খেলা। ২ অক্টোবর গুয়াহাটিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টি হবে ৪ অক্টোবর। ইনদওরে হবে সেই খেলা।
টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে শুরু হবে এক দিনের সিরিজ। ৬ অক্টোবর লখনউয়ে হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ হবে ৯ অক্টোবর। মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠ রাঁচীতে হবে সেই খেলা। ১১ অক্টোবর দিল্লিতে সিরিজের শেষ ম্যাচ খেলবে ভারত।
অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দু’টি সিরিজে মোট ন’টি ম্যাচ হাতে পাচ্ছেন রোহিতরা। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা। ২২ অক্টোবর থেকে শুরু মূল পর্বের খেলা। ২৩ অক্টোবর বিশ্বকাপের প্রথম খেলায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিতরা।