শেষ হতে চলল ২০২১। বাকি আর ২০ দিন। এই বছরটা একেবারেই ভাল গেল না বিরাট কোহলীর। এক দিনের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরতে হয়েছে তাঁকে। দেখে নেওয়া যাক, কোহলীর জন্য কতটা খারাপ কাটল ২০২১।
এই বছর এক দিনের ক্রিকেটে আইসিসি-র ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান থেকে নেমে যান কোহলী। এখন তিনি দুই নম্বরে রয়েছেন। শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
টেস্ট ক্রিকেটে আরও খারাপ অবস্থা কোহলীর। ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে নেমে যেতে হয় ভারত অধিনায়ককে। এখনও তিনি ছয় নম্বরেই রয়েছেন।
শুধু ব্যক্তিগত স্তরেই নয়, তাঁর নেতৃত্বে ভারতীয় দলেরও খুব একটা সাফল্য নেই এই বছর।
এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হেরে যেতে হয় নিউজিল্যান্ডের কাছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে কোহলী জানিয়ে দেন, সংক্ষিপ্ততম ফরম্যাটে তিনি আর অধিনায়কত্ব করবেন না।
এর কিছু দিনের মধ্যে জানিয়ে দেন, আইপিএল-এও তিনি আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব করবেন না।
এই বছরও বেঙ্গালুরু তাঁর নেতৃত্বে আইপিএল জিততে পারেনি। আইপিএল-এ অধিনায়ক কোহলী ট্রফিহীনই থেকে গেলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয় কোহলীর ভারতকে।
সব শেষে এক দিনের ক্রিকেটে তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।