নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন হর্ষল। ছবি: টুইটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাকি আর কয়েক দিন। অস্ট্রেলিয়ায় চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। যশপ্রীত বুমরা চোটের জন্য ছিটকে যাওয়ায় ভারতের জোরে বোলিং আক্রমণ সামলাতে হবে মূলত ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিংহ এবং পর্ষল পটেলকে। অথচ হর্ষল নিজেই তাঁর সেরা অস্ত্রের কথা ফাঁস করে দিলেন!
অস্ট্রেলিয়ার উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ভারতীয় ক্রিকেটাররা। হর্ষলও ব্যতিক্রম নন। এশিয়া কাপে ভুবনেশ্বর, আরশদীপদের বোলিং ভারতকে ফাইনালে তুলতে পারেনি। তাও টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই নিজের সেরা অস্ত্রের কথা জানিয়ে দিলেন হর্ষল।
এক সাক্ষাৎকারে তরুণ জোরে বোলার বলেছেন, ‘‘আমার হাতে দু’টি অস্ত্র আছে। দু’টিই অফ-কাটার। কিছুটা পার্থক্য রয়েছে। একটার ক্ষেত্রে আমি উইকেটকে ব্যবহার করি। উইকেট থেকে সাহায্য পেলে স্বাভাবিক বল করার চেষ্টা করি। উইকেট ব্যবহার করতে না চাইলে হাতের সামনে থেকে বল ছাড়ার চেষ্টা করি। তা হলে বল টপ স্পিন করাতে পারি। উইকেট ভাল থাকলে এই বলটা বেশ ভাল কাজ করে। বাতাসে থাকার সময় বল ব্যাটারকে ধোঁকা দিতে না পারলেও কাজ হয়। ব্যাটারকে সমস্যায় ফেলতে পারে এই বলটাও। এই বলটা মারার জন্য বেশি সময় পায় না ব্যাটার। কোথায় শট খেলবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। তখন বল মাটিতে রেখে খেলার থেকে তুলে মারার চেষ্টা করে ব্যাটার।’’
হর্ষল স্লোয়ার করতেও দক্ষ। গত আইপিএলে স্লোয়ার দিয়ে প্রচুর উইকেট পেয়েছেন। প্রতিযোগিতায় সব থেকে বেশি উইকেটও পান তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর এই বলও বিপক্ষের চিন্তার কারণ হতে পারে।’’ তিনি আরও বলেছেন, ‘‘এই স্লোয়ারগুলো অবশ্য বিরাট কোহলির মতো ব্যাটারের বিরুদ্ধে তেমন কার্যকর হয় না। কারণ বিরাট শক্তি প্রয়োগ করে ব্যাট করে না। যারা শক্তি প্রয়োগ করে ব্যাটিং করে, তারা সমস্যায় পড়ে। বিরাট অনেক সময় এগিয়ে এসে বল ফুলটস করে নেয়। তখন একটু কঠিন হয় আমার জন্য।’’
কোহলিকে বল করার অভিজ্ঞতা থেকে হর্ষল বলেছেন, ‘‘ব্যাট-বলে ঠিক মতো সংযোগ হলে কোহলিকে সব সময় বাউন্ডারি মারার চেষ্টা করে। লং অন এবং মিড উইকেটের মধ্যে ও খুবই শক্তিশালী। তবে কেউ পিছনে সরে আমার স্লোয়ার খেলতে গেলে সমস্যা পড়বে।’’