হরমনপ্রীত কৌর। ছবি: পিটিআই।
মেয়েদের প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) কঠিন জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কৌরের অপরাজিত ৯৫ রানের সৌজন্যে গুজরাত জায়ান্টসকে সাত উইকেট হারিয়ে দিল তারা। গুজরাটের ১৯০ রানের জবাবে সাত উইকেট বাকি থাকতে জেতে মুম্বই। প্লে-অফে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হল তাদের। আর সেই দৌড়ে দলকে রাখতে সাহায্য করলেন অধিনায়ক হরমন নিজেই।
শনিবার আগে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে গুজরাত। তাদের এই বড় রান তোলার পেছনে রয়েছে বেথ মুনি এবং দয়ালন হেমলতার ইনিংস। শুরুতে লরা উলভার্টকে দলের ১৮ রানের মাথায় হারায় গুজরাত। এর পর দ্বিতীয় উইকেটে মুনি এবং হেমলতা ১২১ রানের জুটি গড়েন। আটটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৬৬ রান করেন মুনি। অন্য দিকে ন`টি চার এবং দুটি ছয়ের সাহায্যে ৪০ বলে ৭৪ রান করেন হেমলতা। গুজরাতের পরের দিকের ব্যাটারা কেউ রান পাননি। তা হলে আরও বড় স্কোর খাড়া করতে পারত তারা। মুম্বইয়ের বোলার সাইকা ঈশাক দুটি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে হেলি ম্যাথিউস এবং ন্যাট শিভার ব্রান্টকে পর পর হারিয়ে চাপে পড়ে গিয়েছিল মুম্বই। কিন্তু অধিনায়ক হরমনপ্রীত এবং যস্তিকা ভাটিয়া জুটির সৌজন্যে রান তাড়া করতে শুরু করে তারা। যস্তিকা ৩৬ বলে ৪৯ রানে আউট হয়ে গেলেও, হরমনপ্রীত লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। গুজরাতের বলার অ্যাশলে গার্ডনারকে প্রথম বলে ছয় এবং দ্বিতীয় বলে চার মেরে মুম্বইরে জয়ের দোরগোড়ায় নিয়ে আসেন হরমনপ্রীত। এর পর খুচরো রান নিয়ে সহজেই ম্যাচ জিতে যান। দশটি চার এবং পাঁচটি ছয় এর সাহায্যে ৪৮ বলে ৯৫ রানে অপরাজিত থাকেন হরমনপ্রীত। সঙ্গী এমিলিয়া কের অপরাজিত থাকেন ১২ রানে।