হরমনপ্রীত কৌর। ছবি টুইটার
ইতিহাসের পাতায় নাম লেখালেন হরমনপ্রীত কৌর। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে মহিলাদের বিগ ব্যাশ লিগে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হলেন তিনি। মেলবোর্ন রেনেগেডস দলের এই অলরাউন্ডার পেয়েছেন ৩১টি ভোট। হারিয়েছেন পার্থ স্কর্চার্সের দুই ক্রিকেটার সোফি ডেভিন এবং বেথ মুনিকে, যাঁরা দু’জনেই ২৮টি করে ভোট পেয়েছেন।
দু’বছর অনুপস্থিত থাকার পর এ বার বিগ ব্যাশে ফিরেছেন হরমনপ্রীত। দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। এখনও পর্যন্ত ১১টি ইনিংসে ৩৯৯ রান করেছেন। গড় ৬৬.৫০। রয়েছে একটি শতরান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৫টি উইকেট। প্রতি ওভারে আটেরও কম রান দিয়েছেন। ছয় মারার তালিকাতেও তিনি শীর্ষে। মেরেছেন ১৮টি ছয়।
ভারতের হয়ে সাম্প্রতিককালে ভাল খেলতে না পারলেও বিগ ব্যাশে দারুণ ছন্দে দেখা গিয়েছে হরমনপ্রীতকে। অলরাউন্ড দক্ষতার সাহায্যে দলের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছেন তিনি। বিশেষত পাওয়ার প্লে ওভারগুলিতে তাঁর বোলিং দলের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছে।
শনিবার অসুস্থতার কারণে ব্রিসবেন হিট ম্যাচে খেলেননি হরমনপ্রীত। তবে বৃহস্পতিবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে চ্যালেঞ্জারের ম্যাচে খেলবেন তিনি। সেই ম্যাচ জিতলে তাঁর দল ফাইনালে পৌঁছে যাবে।