ফাইল চিত্র।
বরোদার বিরুদ্ধে ম্যাচ দিয়ে আজ, বুধবার বিজয় হজারে ট্রফির অভিযানে নামতে চলেছে সুদীপ চট্টোপাধ্যায়ের বাংলা। ম্যাচ তিরুঅনন্তপুরমে। তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে ছাড়াই খেলতে হচ্ছে বরোদাকে। কারণ রিহ্যাব চলার জন্য নিজেকে এই প্রতিযোগিতা থেকে সরিয়ে নিয়েছেন হার্দিক। তবে তাঁর ভাই ক্রুণাল দলে আছেন। ম্যাচের আগে বাংলার হেড কোচ অরুণ লাল বলেছেন, ‘‘এ বার নতুন ফর্ম্যাটে খেলা। যে ফর্ম্যাটে অনেক দিন আমরা খেলিনি। তবে প্রস্তুতি ভালই হয়েছে।’’
টি-টোয়েন্টি মুস্তাক আলি ট্রফিতে খেলার পরে ওয়ান ডে ক্রিকেটে ফিরছে বাংলা। এই দ্বৈরথে কোচ অরুণের ভরসা তাঁর দলের অভিজ্ঞ ব্যাটাররাই। কোচ বলেছেন, ‘‘আমাদের দলের ভারসাম্য ভাল। অনষ্টুপ, শ্রীবৎস, সুদীপদের অভিজ্ঞতার উপরে আস্থা রাখছি আমরা।’’ তবে পিচ কী রকম আচরণ করবে, তা নিয়ে নিশ্চিত নন অরুণ। তাঁর মন্তব্য, ‘‘আড়াইশো রানের খেলা হতে পারে এখানে।’’