পঞ্চম ম্যাচে নেতৃত্ব দিল রোহিত। ফাইল ছবি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম তথা সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বে হার্দিক পাণ্ড্য। শনিবার সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক রোহিত শর্মাকে। সে কারণে শনিবারের ম্যাচে বিশ্রাম পাওয়া হার্দিককে এ দিন নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুধু রোহিতকেই নয়, রবিবারের ম্যাচে ভারত বিশ্রাম দিল ঋষভ পন্থ, ভুবনেশ্বর কুমার, সূর্যকুমার যাদবকেও। তাঁদের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন হার্দিক, ঈশান কিশন, শ্রেয়স আয়ার, কুলদীপ যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টানা ক্রিকেট খেলা রয়েছে ভারতীয় দলের। তাই রবিবারের গুরুত্বহীন ম্যাচে প্রথম দলের কয়েক জনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করার সময় পিঠের পেশিতে টান লেগেছিল রোহিতের। সে কারণে শনিবারের ম্যাচে তাঁর খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। যদিও ফ্লরিডায় চতুর্থ ম্যাচে নেতৃত্ব দেন রোহিতই। রবিবার হার্দিক টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
এর আগে আইপিএলে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিয়ে প্রথম বছরেই চ্যাম্পিয়ন করেছেন হার্দিক। পরে আয়ারল্যান্ডের বিরুদ্ধেও দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন বডোদরার অলরাউন্ডার।