রোহিতের ধমক খেলেন পন্থ। ফাইল ছবি
ফ্লরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। ক্যারিবিয়ানদের ৫৯ রানে হারিয়েছে তারা। ব্যাট হাতে ভাল খেললেও উইকেটকিপিং করতে গিয়ে অধিনায়ক রোহিত শর্মার বকুনি খেলেন ঋষভ পন্থ। একটি রান আউট করতে দেরি করার কারণেই বকা খেতে হয়েছে তাঁকে।
ঘটনাটি ঘটেছে ম্যাচের পঞ্চম ওভারে। অক্ষর পটেলের বল ব্যাটে ঠেকিয়েই রান নিতে দৌড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। তিনি ক্রিজের মাঝ পথে থাকার সময় তাঁকে ফিরিয়ে দেন নন-স্ট্রাইকার কাইল মেয়ার্স। ভারতের সঞ্জু স্যামসন তত ক্ষণে বল ধরে ছুড়ে দিয়েছেন পন্থকে। কোনও ভাবেই আউট হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন না বুঝে ফেরার চেষ্টাই করেননি পুরান।
স্যামসনের থেকে বল পেয়েও হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন পন্থ। উইকেটের বেল ফেলেননি। এই দেখেই রেগে যান রোহিত। তিনি পন্থকে বেল ফেলে দিতে বলেন। অধিনায়কের ধমক খেয়ে তখনই বেল ফেলে দেন পন্থ। ভারতের বাকি ক্রিকেটাররা তার আগেই উল্লাস শুরু করে দিয়েছেন।
ওই সময় পুরানের আউট না হলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। আট বলে ২৪ রান করে আউট হন পুরান। আউট হওয়ার আগে তিনটি বিশাল ছক্কা মারেন তিনি।