শ্রেয়স আয়ার (বাঁ দিকে) এবং আন্দ্রে রাসেল। — ফাইল চিত্র।
আইপিএলের মহা নিলামের আগে বৃহস্পতিবারই ক্রিকেটার ধরে রাখার শেষ দিন। প্রতিটি দলকেই তালিকা জমা দিতে হবে। শোনা গিয়েছে, শ্রেয়স আয়ার, আন্দ্রে রাসেলকে ধরে রাখবে না কেকেআর। তবে প্রাক্তন দলকে সেই সিদ্ধান্ত নিতে বারণ করলেন হরভজন সিংহ। তাঁর মতে, পুরনো পারফরম্যান্সের কথা মাথায় রেখেই এঁদের ধরে রাখা উচিত।
সম্প্রচারকারী চ্যানেলে হরভজন বলেছেন, “কেকেআর গত মরসুমের গোটাটাই শাসন করেছে। তাই কাউকে ছেড়ে দেওয়া ওদের পক্ষে সত্যিই কঠিন। তবে হাতে মাত্র কয়েকজন ক্রিকেটারকেই ধরে রাখার সুযোগ থাকে। যদি আমায় ছ’জন ক্রিকেটারকে বেছে নিতে বলেন তা হলে শ্রেয়স, ফিল সল্ট, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিংহকে রাখব।”
হরভজনের সংযোজন, “আমি সবার আগে রিঙ্কু সিংহকে দেখতে চাই। পঞ্চম ক্রিকেটার হিসাবে ওকে ধরে রাখা উচিত। শেষ ক্রিকেটার হিসাবে রমনদীপ সিংহকে ধরে রাখা দরকার। এমনিতেও ও ‘আনক্যাপড’। ওকে ধরে রাখা উচিত। গত বছর ভাল খেলেছে। ঘরোয়া ক্রিকেটেও ওকে ভাল খেলতে দেখেছি। তাই ষষ্ঠ ক্রিকেটার হিসাবে ওকে ধরে রাখতে পারলে ভালই হবে।”
রিঙ্কু, নারাইন, রমনদীপকে ধরে রাখার ব্যাপারে ইঙ্গিত আগেই মিলেছে। তবে শ্রেয়স নিজেই নাকি কেকেআরে থাকতে রাজি নন। দরকষাকষির পর অধিনায়ককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। এর আগে নীতীশ রানাও কেকেআরে থাকার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, ধারাবাহিক ভাবে ভাল খেলার কারণে কেকেআর তাঁকে ধরে রাখতে পারলে খুশিই হবেন। তবে নীতীশকে ধরে রাখার ব্যাপারে কোনও খবর শোনা যায়নি।