দল জয়ে ফেরায় খুশি মন্ধানা। ফাইল ছবি।
পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম নেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাই ভারতকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। এশিয়া কাপে দলকে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এনে দিতে পারে খুশি মন্ধানা। প্রশংসা করেছেন সতীর্থদের।
পাকিস্তানের কাছে হতাশাজনক হারের পরের দিনেই দল যে ভাবে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে, তাতে খুশি মন্ধানা। সতীর্থদের প্রশংসা করে মন্ধানা বলেছেন, ‘‘মেয়েরা দুর্দান্ত ভাবে ফিরে এসেছে। পাকিস্তানের কাছে হারটা খুব হতাশার ছিল। ওই হারের পর এ ভাবে ফিরে আসতে পারা দারুণ। মেয়েদের জন্য আমি গর্বিত। আমার মতে, এটা দলগত জয়।’’
বাংলাদেশকে হারানোর জন্য শেফালি বর্মা এবং জেমাইমা রডরিগেজ়ের প্রশংসা করেছেন মন্ধানা। তিনি বলেছেন, ‘‘শেফালি আর জেমাইমা দারুণ ব্যাটিং করল। যদিও আমাদের কমপক্ষে আরও ১০ রান বেশি করা উচিত ছিল। পরে আমরা ডট বল করার চেষ্টা করেছি এবং বাংলাদেশের ব্যাটারদের ভুলের জন্য অপেক্ষা করেছি। আমাদের বোলাররাও বেশ ভাল বল করেছে।’’
নিজের ছন্দ নিয়েও খুশি মন্ধানা। বলেছেন, ‘‘দলের জন্য অবদান রাখতে পারলে সব সময়ই ভাল লাগে। নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করি।’’ মন্ধানার দাবি, পাকিস্তান ম্যাচ থেকে তাঁরা শিক্ষা নিয়েছেন। তা কাজে লাগিয়েই এশিয়া চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবেন।