BCCI

ভারতীয় বোর্ডকে পাঁচ শর্ত দিয়েছেন গম্ভীর, কোচ হলে ছাঁটাই হতে পারেন রোহিত, কোহলি, সঙ্গে আরও দুই

ভারতীয় ক্রিকেট বোর্ড পাঁচটি শর্ত মেনে নিলে তবেই জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন গম্ভীর। গত সপ্তাহে সে কথা বোর্ড কর্তাদের জানিয়ে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২৪ ১৫:২৯
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা। বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাহুল দ্রাবিড়ের পর সম্ভবত ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি (সিএসি) তাঁর ইন্টারভিউ নিয়েছে। সেখানেই পাঁচটি শর্তের কথা জানিয়েছেন গম্ভীর। বিসিসিআই সেগুলি মেনে নিলে তবেই তিনি দায়িত্ব নেবেন ভারতীয় দলের।

Advertisement

বিসিসিআই সরকারি ভাবে গম্ভীরের শর্তের কথা জানায়নি। দু’বার বিশ্বকাপ জেতা প্রাক্তন ওপেনারও মুখ খোলেননি। বোর্ড সূত্রেই তাঁর শর্তগুলির কথা জানা গিয়েছে বলে দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

প্রথম শর্ত: ভারতীয় দলের ক্রিকেট সংক্রান্ত সমস্ত বিষয় থাকবে তাঁর নিয়ন্ত্রণে। বিসিসিআই কর্তাদের কোনও হস্তক্ষেপ তিনি মানবেন না।

Advertisement

দ্বিতীয় শর্ত: নিজের পছন্দ মতো সহকারী কোচদের বেছে নিতে দিতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচের ব্যাপারে কারও অনুরোধ বা সুপারিশ তিনি শুনবেন না।

তৃতীয় শর্ত: এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অগ্নিপরীক্ষা দিতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা এবং মহম্মদ শামিকে। চার সিনিয়র ক্রিকেটারের জন্য ভারতীয় দলের দরজা তিনি ওই প্রতিযোগিতা পর্যন্ত খোলা রাখবেন। তাঁরা যদি ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে না পারেন, তা হলে বাদ পড়তে হবে।

চতুর্থ শর্ত: টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের জন্য পৃথক দল চাই তাঁর। ক্রিকেটারদের চাপ এবং দক্ষতার কথা বিবেচনা করে দল নির্বাচন হবে।

পঞ্চম শর্ত: এখন থেকেই ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের পরিকল্পনা তৈরি করে কাজ করতে দিতে হবে। দলকে বিশ্বকাপের জন্য তৈরি করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

রোহিত, কোহলি, জাডেজা এবং শামিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাদ দেওয়ার রাস্তা এখন থেকেই খোলা রাখতে চাইছেন গম্ভীর। দায়িত্ব নেওয়ার আগেই বোর্ড কর্তাদের সম্মতি আদায় করে নিতে চান। তবে টেস্ট ক্রিকেটের দল থেকেও তাঁদের বাদ দেবেন এমন কিছু বলেননি তিনি। তা থেকে বিসিসিআই কর্তাদের একাংশ মনে করছেন, সাদা বলের ক্রিকেটের দল তরুণদের নিয়ে গড়তে চান গম্ভীর। ২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় দিতে চাইছেন। চার সিনিয়র ক্রিকেটারকে হয়তো শুধু লাল বলের ক্রিকেটের জন্য ভাববেন তিনি। তবে আগামী বছর ভারত টেস্ট বিশ্বকাপ জিততে না পারলে রোহিত-কোহলিদের টেস্ট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement