Rahul Dravid

১৩ বছর পর ভারতীয় দলে দ্রাবিড়! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন রাহুল-পুত্র সমিত

অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। সেই সঙ্গে খেলবে চার দিনের ম্যাচও। দুই দলেই রয়েছেন সমিত দ্রাবিড়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৪ ১২:১৭
Share:

(বাঁদিক থেকে) রাহুল দ্রাবিড় এবং তাঁর পুত্র সমিত দ্রাবিড়। —ফাইল চিত্র।

১৩ বছর পর আবার ভারতীয় দলে দ্রাবিড়। তবে রাহুল নন, ইনি সমিত দ্রাবিড়। ২০১১ সালে অবসর নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২০২৪ সালে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচের পুত্র সুযোগ পেলেন অনূর্ধ্ব-১৯ দলে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। সেই সঙ্গে খেলবে চার দিনের ম্যাচও। দুই দলেই রয়েছেন সমিত।

Advertisement

এক দিনের সিরিজ়ে ভারতকে নেতৃত্ব দেবেন মহম্মদ আমান। উত্তরপ্রদেশের তরুণের নেতৃত্বে খেলবেন সমিতেরা। ২১, ২৩, এবং ২৬ সেপ্টেম্বরে পুদুচেরিতে হবে সেই তিনটি ম্যাচ। সমিত প্রথম একাদশে জায়গা পান কি না সেই দিকে নজর থাকবে। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু চার দিনের ম্যাচ। লাল বলের দু’টি ম্যাচ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল। চেন্নাইয়ে হবে লাল বলের ম্যাচগুলি। মধ্যপ্রদেশের সোহম পটবর্ধন লাল বলের অধিনায়ক।

সমিত পেস বোলিং অলরাউন্ডার। মহারাজা টি-টোয়েন্টি লিগে মাইসোর ওয়ারির্সের হয়ে খেলছেন তিনি। সেই প্রতিযোগিতায় যদিও বল করার সুযোগ পাননি সমিত। সাতটি ম্যাচ খেলে করেছেন ৩৩ রান। কর্ণাটকের টি-টোয়েন্টি লিগে তেমন সাফল্য না পেলেও কোচবিহার ট্রফিতে রান পেয়েছিলেন তিনি। সেখানে আট ম্যাচে ৩৬২ রান করেছিলেন ১৮ বছরের সমিত। নিয়েছিলেন ১৬টি উইকেট। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ৯৮ রান করেছিলেন। প্রথম বার কর্ণাটক কোচবিহার ট্রফি জিতেছিল। সেই জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন সমিত। সেটারই ফল পেলেন। ডাক পেলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement