সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।
বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত এবং ইংল্যান্ড। সেই ম্যাচে ধারাভাষ্য দেওয়ার দায়িত্বে ছিলেন সুনীল গাওস্কর। কিন্তু খেলা শেষ হওয়ার আগেই বিশাখাপত্তনম ছেড়ে কানপুর চলে যান ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর শাশুড়ি প্রয়াত। সেই খবর পেয়েই ধারাভাষ্য দেওয়ার মাঝে বার হয়ে যান গাওস্কর।
গত বছর গাওস্করের মা প্রয়াত হয়েছিলেন। বয়সের কারণেই মৃত্যু হয়েছিল তাঁর। ৯৫ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। সেই সময় ঢাকায় ভারত-বাংলাদেশ টেস্টে ধারাভাষ্য করছিলেন গাওস্কর। ২০২২ সালের ডিসেম্বরে মারা গিয়েছিলেন গাওস্করের মা। শুক্রবার গাওস্করের শাশুড়ি প্রয়াত। কানপুরে মারা গিয়েছেন তিনি। গাওস্করের স্ত্রী সেখানে রয়েছেন। তাঁর পাশে থাকার জন্য টেস্টের মাঝেই কানপুর চলে যান গাওস্কর।
১২৫টি টেস্ট খেলা গাওস্করের বয়স ৭৪ বছর। ১০ হাজারের বেশি রান করেছিলেন তিনি। অবসর নেওয়ার পর বোর্ডের প্রধানের দায়িত্বও পালন করেছিলেন গাওস্কর। কোচ হিসাবেও দেখা গিয়েছিল তাঁকে। যদিও ধারাভাষ্যকার হিসাবে গাওস্কর যথেষ্ট জনপ্রিয়।
শুক্রবার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ওপেনার যশস্বী জয়সওয়াল ১৭৯ রানে অপরাজিত। রোহিত ১৪ রানের বেশি করতে পারেননি। শুভমন গিল করেন ৩৪ রান। শ্রেয়স আয়ার করেন ২৭ রান। দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান করেছে। অভিষেক ম্যাচে রজত পাটীদার ৩২ রান করেন। অক্ষর পটেল করেন ২৭ রান। শ্রীকর ভরত ১৭ রান করে আউট হয়ে যান। দিনের শেষে যশস্বীর সঙ্গে ক্রিজ়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।