Sarfarz Ahmed

Sarfaraz Ahmed: পাঁচ বছরের ছেলের বলেও বোল্ড পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক

গলি ক্রিকেটে খেলতে নেমেছিলেন সরফরাজ। সেখানে তাঁর পাঁচ বছরের ছেলের বলেই বোল্ড হলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২২ ২২:৩৩
Share:

—ফাইল চিত্র

ক্রিকেট মাঠে খেলতে নেমে হাই তোলা এবং তাঁর শরীর নিয়ে কটাক্ষ, পাকিস্তানের অধিনায়ক হয়েও এমন অনেক কিছুই সহ্য করতে হয়েছিল সরফরাজ আহমেদকে। এ বার তাঁর পাঁচ বছরের ছেলের বলে বোল্ড হলেন।

Advertisement

পাকিস্তানের হয়ে ১১ বছর ক্রিকেট খেলছেন সরফারজ। পাকিস্তানের এই উইকেটরক্ষক নেতৃত্বও দিয়েছেন দলকে। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে পাকিস্তান। এ হেন সরফরাজ ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন তাঁর পাঁচ বছরের ছেলের সামনে। গলি ক্রিকেটে তাঁর ছেলের বল সোজা গিয়ে লাগল উইকেটে। ব্যাট নামাতেই পারলেন না সরফরাজ। তাঁর হাসি বুঝিয়ে দিচ্ছিল ছেলের বোলিং দেখে তিনি নিজেও খুব খুশি।

পাকিস্তান দলে মহম্মদ রিজওয়ান আসার পর থেকে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা পান সরফরাজ। নেতৃত্বও যায় তাঁর। বাবর আজম এখন নেতৃত্ব দেন পাকিস্তানকে। শেষ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন সরফরাজ। ২০১০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। ৪৯টি টেস্ট খেলেছেন সরফরাজ। ১১৭টি এক দিনের ম্যাচ এবং ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৯ সালে শেষ বার টেস্ট খেলেছেন তিনি। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে শেষ বার পাকিস্তানের জার্সিতে খেলতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement