Kane Williamson

উইলিয়ামসনের অবসরের ইঙ্গিত? সাদা জার্সিতে ফের কবে খেলবেন জানেন না প্রাক্তন অধিনায়ক

কেন উইলিয়ামসন কি দেশের হয়ে সাদা জার্সিতে আর খেলবেন না? স্পষ্ট করে জানালেন না উইলিয়ামসন। রেখে দিলেন অনিশ্চয়তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৯
Share:
Kane Williamson

কেন উইলিয়ামসন। —ফাইল চিত্র।

আগামী আট মাসে আর টেস্ট ম্যাচ নেই নিউ জ়িল্যান্ডের। কেন উইলিয়ামসন কি দেশের হয়ে সাদা জার্সিতে আর খেলবেন না? স্পষ্ট করে জানালেন না উইলিয়ামসন। রেখে দিলেন অনিশ্চয়তা।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২৩ রানে জিতেছে নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচের পর উইলিয়ামসন বলেন, “পরের টেস্ট অনেক দূরে। আমি এখন এই গ্রীষ্মে বাকি ক্রিকেটে মনোযোগ দিতে চাই। অনেক ক্রিকেট রয়েছে আগামী দিনে। চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। সেই সবে খেলার জন্য আমি উত্তেজিত। দেখা যাক তার পর কী হয়। আমি টেস্ট ক্রিকেট ভালবাসি। তবে যা সূচি রয়েছে তাতে আগামী দিনে খুব বেশি টেস্ট নেই।”

নিউ জ়িল্যান্ডের এর পর টেস্ট ম্যাচ রয়েছে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে। আগামী বছর জুলাই মাসে হবে সেই সিরিজ়। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতেছিল নিউ জ়িল্যান্ড। সেই দলের অধিনায়ক ছিলেন উইলিয়ামসন। পরে যদিও তিনি নেতৃত্ব ছেড়ে দেন। নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্যই নেতৃত্ব ছেড়েছিলেন তিনি। বোর্ডের বার্ষিক চুক্তিতেও নেই উইলিয়ামসন। সই করতে চাননি তিনি।

Advertisement

উইলিয়ামসনের সতীর্থ টিম সাউদি অবসর ঘোষণা করেছেন। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে তাঁরা একসঙ্গে খেলছেন। এই বছর তাঁরা দু’জনে একসঙ্গে ১০০তম টেস্ট খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সাউদির অবসরের পরেই উইলিয়ামসনের গলায় এমন অনিশ্চয়তার কথা শোনা গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement