india cricket

India Cricket: স্টোকসদের কাছে হারের জন্য গিল, আয়ারদের কাঠগড়ায় তুললেন প্রাক্তন জাতীয় নির্বাচক

শুভমন গিলদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন জাতীয় নির্বাচক যতীন পরাঞ্জপে। ইংল্যান্ডের বিরুদ্ধে হারের জন্য তাঁদের দায়ী করেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৭:৫৬
Share:

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট হেরেছেন কোহলীরা ফাইল চিত্র

ইংল্যান্ডের কাছে হারের জন্য ভারতের তরুণ ক্রিকেটারদের দায়ী করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক যতীন পরাঞ্জপে। তাঁর মতে, শুভমন গিল, শ্রেয়স আয়ারের মতো তরুণ ক্রিকেটারদের আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত ছিল। কিন্তু তাঁরা প্রভাব ফেলতে ব্যর্থ। তার ফলেই হারতে হয়েছে ভারতকে।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে যতীন বলেন, ‘‘টেস্টে তৃতীয় ইনিংস খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল। বিশেষ করে দলের তরুণ ক্রিকেটারদের ভাল খেলা উচিত ছিল। তারা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তার ফলেই হারতে হয়েছে ভারতকে।’’

ভারতীয় দ্বিতীয় ইনিংসে গিলের উইকেট ভারতকে বড় ধাক্কা দিয়েছিল বলে মনে করেন যতীন। তিনি বলেন, ‘‘অ্যান্ডারসনের বলে গিলের আউট ভারতকে বড় ধাক্কা দিয়েছিল। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে যদি ও আরও ৪৫ মিনিট ব্যাট করতে পারত, আরও ৪০ রান করতে পারত তা হলে খেলার ছবি বদলে যেত। চার নম্বরে নেমে শ্রেয়সেরও ভাল খেলা উচিত ছিল।’’

Advertisement

শুধু আউট হওয়া নয়, গিল, শ্রেয়সদের আউট হওয়ার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন যতীন। তিনি বলেন, ‘‘এই ধরনের ম্যাচ থেকেই তো গিল, শ্রেয়সরা শিখবে। কঠিন পরিস্থিতিতে দৃঢ় মানসিকতা নিয়ে খেলতে হবে। কিন্তু ওরা বাজে শট খেলে আউট হল। রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠৌরদের উচিত ওদের দিকে নজর রাখা। তবেই ওরা পরিণত হতে পারবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement