Virat Kohli

Virat Kohli: কোহলীর ভবিষ্যৎ নিয়ে কপিলের মন্তব্যের বিরোধিতা আরও এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

বিরাট কোহলীকে নিয়ে আগ বাড়িয়ে কোনও মন্তব্য করা উচিত নয় বলে জানালেন অজিত আগরকর। কপিল দেবের মন্তব্যের বিরোধিতা করেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৬:৪২
Share:

কোহলী-প্রসঙ্গে কপিলের বিরোধিতা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ফাইল চিত্র

সত্যিই কি বিরাট কোহলীকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া উচিত? কোহলীর ভবিষ্যৎ নিয়ে কপিল দেবের মন্তব্যের বিরোধিতা করলেন আরও এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগরকর। তাঁর দাবি, কোহলীর ভবিষ্যৎ নিয়ে আগ বাড়িয়ে এই ধরনের মন্তব্য করা উচিত নয়।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলী-প্রসঙ্গে আগরকর বলেন, ‘‘প্রত্যেক ক্রিকেটারের জীবনেই খারাপ সময় আসে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর এক দিনের বিশ্বকাপ। সেখানে ভাল ফর্মের কোহলীকে আমাদের দরকার। ও কিন্তু খুব খারাপ ফর্মে নেই। প্রতি ম্যাচে ভাল শুরু করছে। কিন্তু বড় রান করতে পারছে না। তাই কোহলীকে আগ বাড়িয়ে বাদ দেওয়ার কথা বলা উচিত নয়।’’

কোহলীকে নিয়ে কী বলেছিলেন কপিল? ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছিলেন, ‘‘রবিচন্দ্রন অশ্বিনকে যদি টেস্ট দলের বাইরে রাখা যায় তা হলে কোহলীকে কেন বাদ দেওয়া যাবে না। কোনও ক্রিকেটারের নাম নয়, তাঁর ফর্ম দেখে সুযোগ দেওয়া উচিত। নইলে যোগ্য ক্রিকেটাররা বঞ্চিত হবে।’’

Advertisement

কপিলের এই মন্তব্যের বিরোধিতা করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেছিলেন, ‘‘কোহলী দলে না থাকলে বিপক্ষ দল অনেক বেশি নিশ্চিন্ত থাকে।’’ সেই কথাকে সমর্থন করে আগরকর বলেন, ‘‘পন্টিং ঠিক কথা বলেছে। সেই কারণেই আমার মনে হয় এখনই ওকে বাদ দেওয়ার প্রসঙ্গ না তোলাই ভাল। যদি ভারত ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় তা হলে সমর্থকরা চাইবে কোহলী ব্যাট করতে নামুক। বিশ্বকাপের আগে ওকে ভাল ছন্দে ফিরতেই হবে। কোহলীর উপর আমাদের বিশ্বাস রাখতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement