হেরেও জয়ের স্বাদ পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ছবি: পিটিআই
সিরিজ শুরুর আগে নিকোলাস পুরান জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে নিছক জিততে নয়, বাঁচার লড়াইয়ে নামছেন তাঁরা। প্রথম ম্যাচে সেই লড়াই দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তার পরেও জিততে পারেননি তাঁরা। মাত্র তিন রানে হেরেছেন। কিন্তু হেরেও জয়ের স্বাদ পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অধিয়ানক। পুরান বলেছেন, ‘‘মনে হচ্ছে আমরাই জিতেছি।’’
ভারত প্রথমে ব্যাট করে ৩০৮ রান করার পরে মনে হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাবেন শিখর ধবনরা। কিন্তু তেমন হয়নি। দলের ব্যাটাররা যে ভাবে রান তাড়া করেছেন তাতে খুশি পুরান। তিনি বলেছেন, ‘‘মনে হচ্ছে আমরাই জিতেছি। এই হারে হতাশার কিছু নেই। আমরা ৫০ ওভার ব্যাট করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। আশা করছি এখান থেকে আগামী ম্যাচগুলোতে আরও ভাল ক্রিকেট খেলব।’’
ধবন-শুভমন জুটির হাত ধরে ভাল শুরু হয়েছিল ভারতের। সেখান থেকে তাদের ৩০৮ রানে আটকে রাখার জন্য দলের বোলারদের প্রশংসা করেছেন পুরান। তিনি বলেছেন, ‘‘সিরিজের বাকি ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছি। ব্যাটিং সহায়ক উইকেটে ভারতকে ৩০৮ রানে আটকে রাখা সহজ নয়। বোলাররা নিজেদের উপর বিশ্বাস রেখেছে। এই বিশ্বাসটা আমাদের আগামী দিনেও ধরে রাখতে হবে। নিজেদেরকেই চ্যালেঞ্জ করতে হবে। ইতিবাচক থাকতে হবে।’’
ওয়েস্ট ইন্ডিজ যে ভাবে রান তাড়া করেছে তাতে একটা সময় ভয় পেয়ে গিয়েছিলেন ধবনও। ভারত অধিনায়ক জানিয়েছেন, তাঁরা ভাবেননি ওয়েস্ট ইন্ডিজ এতটা কাছে চলে আসবে। দলের খেলায় উন্নতির অনেক জায়গা আছে বলে মনে করেন তিনি। আগামী দিনে আরও ভাল ক্রিকেট খেলার বার্তা দিয়েছেন ধবন।