Afghanistan Cricket

আফগানিস্তানের হয়ে সাফল্য, অম্বানীদের দলে নতুন চাকরি পেয়ে গেলেন ভারতের ক্রিকেটার

এক দিনের বিশ্বকাপের কিছু দিন আগেই আফগানিস্তান দলের কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন তিনি। সেই সাফল্যই নতুন চাকরি এনে দিল ভারতের ক্রিকেটারকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ১৫:৪৩
Share:

অজয় জাডেজা। — ফাইল চিত্র।

এক দিনের বিশ্বকাপের কিছু দিন আগেই আফগানিস্তান দলের কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন তিনি। সেই সাফল্যই নতুন চাকরি এনে দিল অজয় জাডেজাকে। এ বার তাঁকে দেখা যাবে আমিরশাহির টি-টোয়েন্টি লিগ আইএলটি২০-তে। মুম্বই এমিরেটস দলের ব্যাটিং কোচ হলেন তিনি। সেটি আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক মুকেশ অম্বানীর আর একটি দল।

Advertisement

বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স কারও অজানা নয়। পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছিল তারা। শেষ করেছিল ষষ্ঠ স্থানে। গ্রুপ পর্ব শেষ হওয়ার কিছু দিন আগে পর্যন্তও তারা চতুর্থ স্থানে শেষ করার লড়াইয়ে ছিল। সেটা না হয়েও আফগানদের লড়াই মন কেড়ে নিয়েছিল অনেকের। সেই সাফল্যের পিছনে অন্যতম কারণ ছিল জাডেজার মস্তিষ্ক।

এ বার তিনি টি-টোয়েন্টি লিগে যোগ দিচ্ছেন। এমআই এমিরেটস দলের ব্যাটিং কোচ হয়েছেন জাডেজা। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আইএলটি২০। এমআই এমিরেটস প্রথম ম্যাচ খেলবে পরের দিন, দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে। এমিরেটস দলের কোচ রবিন সিংহ। জাডেজা এবং রবিনের সম্পর্ক বহু দিনের। তাঁরা একসঙ্গে ভারতীয় দলের হয়ে খেলেছেন। ১৯৯৯ বিশ্বকাপে মিডল অর্ডারে দু’জনের জুটি এখনও অনেকের স্মৃতিতে রয়েছে। সেই জুটিই দেখা যাবে আমিরশাহিতে।

Advertisement

সেই দলে আরও কিছু নতুন মুখ দেখা যেতে চলেছে। অতীতে মু্ম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা মিচেল ম্যাকক্লেনাঘান হয়েছেন বোলিং কোচ। বিনয় কুমার (সহকারী কোচ) এবং জেমস ফ্র্যাঙ্কলিন (ফিল্ডিং কোচ) আগে থেকেই কোচ ছিলেন সেখানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement