সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।
এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস। এক বার ফাইনালে উঠে হারতে হয়েছে। দলের প্রাক্তন কোচ মহম্মদ কাইফ মনে করেন, তার জন্য ফ্র্যাঞ্চাইজ়িই দায়ী। তারা ক্রিকেটারদের উপর ভরসা দেখায় না। সেই কারণেই দল সাফল্য পায় না।
পাঁচ দিন পরেই শুরু হতে চলেছে আইপিএল। তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলের প্রাক্তন ব্যাটিং কোচ। একটি সাক্ষাৎকারে কাইফ বলেন, “যে বার আমি দিল্লিতে ছিলাম, সে বার আমরা ফাইনালে উঠেছিলাম। বাকি দুই মরসুমে প্রথম তিনে শেষ করেছিলাম। কিন্তু আমার মনে হয় ক্রিকেটারেরা ওখানে খুব একটা ভরসা পায় না। কোন ক্রিকেটার দলকে সাফল্য দিতে পারবে তাদের বেছে পরের মরসুমের জন্য তৈরি করা হয় না। প্রতি বছর অনেক ক্রিকেটার বদল হয়। সেই কারণে এখনও ওরা ট্রফি জিততে পারেনি।”
গত বার খুব খারাপ খেলেছিল দিল্লি। পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করেছিল তারা। তবে এ বার দলে ফিরেছেন অধিনায়ক ঋষভ পন্থ। তিনি ফেরায় ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে বলে জানিয়েছেন প্রধান কোচ রিকি পন্টিং। এ বারের প্রতিযোগিতা জিততে চাইছেন তাঁরা।
২২ মার্চ থেকে শুরু হচ্ছে এ বারের আইপিএল। দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। আপাতত ৭ এপ্রিল পর্যন্ত আইপিএলের সূচি দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দু’টি হোম ম্যাচ রয়েছে দিল্লির। কিন্তু মহিলাদের আইপিএলের কারণে মাঠ খেলার উপযোগী করতে সময় লাগবে বলে এই দু’টি হোম ম্যাচ ঘরের মাঠে খেলতে পারবে না তারা। দিল্লিকে খেলতে হবে বিশাখাপত্তনমে।