Sachin Tendulkar

মহিলার কোমরে হাত রেখে বিজ্ঞাপনের শুট, শুনেই সেট ছেড়ে চলে যেতে চেয়েছিলেন সচিন

বিজ্ঞাপনে কাজই করতে চাননি সচিন তেন্ডুলকর। ১৬ বছর বয়সের সচিনের কাণ্ড জানালেন এক পরিচালক। যিনি বিজ্ঞাপন জগতেও খ্যাতি অর্জন করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ২২:৫৯
Share:

সচিন তেন্ডুলকর। —ফাইল চিত্র।

এক মহিলার কোমরে হাত রেখে হাঁটতে হবে শুনে বিজ্ঞাপনে কাজ করতে অস্বীকার করেছিলেন সচিন তেন্ডুলকর। ১৬ বছরের সচিনের সেই ঘটনার কথা জানালেন পরিচালক প্রহ্লাদ কক্কর। বিজ্ঞাপন জগতেও যিনি খ্যাতি অর্জন করেছিলেন।

Advertisement

একটি নরম পানীয়ের বিজ্ঞাপনে ছিলেন ১৬ বছরের সচিন। সেই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলেন প্রহ্লাদও। তিনি বলেন, "আমি সচিনকে বলেছিলাম এক মহিলা প্রতিযোগিতায় জিতে এই বিজ্ঞাপনে সুযোগ পেয়েছে। তাঁর কোমরে হাত রেখে তোমাকে ক্রিকেটারদের বক্সে যেতে হবে। বিজ্ঞাপনে এটাই শুট হবে। সচিন বলে দিয়েছিল পারবে না। কোনও মেয়ের সঙ্গে ওই ভাবে হাঁটতে স্বচ্ছন্দ নয় ও।"

সচিন বাড়ি চলে যেতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রহ্লাদ। তিনি বলেন, "পরে আমি বলেছিলাম যে, মেয়ে নয়, এক জন বাচ্চা ছেলেকে নিয়ে যেতে হবে ক্রিকেটারদের বক্সে। কারণ সেই ছেলেটাই প্রতিযোগিতা জিতেছে।"

Advertisement

সচিনের এখন ৫০ বছর বয়স। ৩৪ বছর আগের সেই ঘটনা জানালেন প্রহ্লাদ। ভারতীয় দলের হয়ে তার পর ইতিহাস তৈরি করেছিলেন সচিন। তাঁর ১০০টি শতরানের রেকর্ড এখনও ভাঙতে পারেননি কেউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement