রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় টেস্ট ড্র হওয়ার পরেই অবসর ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু সিরিজ়ে এখনও দু’টি টেস্ট বাকি। সফরের মাঝে অশ্বিনের অবসর মেনে নিতে পারছেন না সুনীল গাওস্কর। ‘দুর্দান্ত ক্রিকেটার’ দলকে বিপদে ফেললেন বলে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
ব্রিসবেন টেস্ট বুধবার শেষ হয়। ড্র হয়ে যায় ম্যাচটি। বুধবার সকালেই জল্পনা শুরু হয়েছিল অশ্বিনের অবসর নিয়ে। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে নিজেই অবসর ঘোষণা করেন তিনি। কিন্তু সেই সিদ্ধান্ত মানতে পারছেন না গাওস্কর। তিনি বলেন, “অশ্বিন বলতে পারত যে, এই সিরিজ়ের পর আর ভারতের হয়ে খেলব না। ২০১৪-১৫ মরসুমে মহেন্দ্র সিংহ ধোনি এই রকম করেছিল। তৃতীয় টেস্টের পর অবসর নিয়েছিল। সিরিজ়ের মাঝখানে সরে দাঁড়ালে দলে এক জন ক্রিকেটার কমে যায়। নির্বাচকেরা তো সফরে একটা পরিকল্পনা করে দল পাঠিয়েছেন। কেউ চোট পেলে রিজার্ভ থেকে কাউকে দলে নেওয়া যায়। সিডনিতে স্পিনারেরা সাহায্য পায়। সেখানে ভারত দু’জন স্পিনার খেলানোর কথা ভাবতেই পারে। সেখানে অশ্বিন খেলার সুযোগ পেতেই পারত। জানি না যদিও মেলবোর্নের পিচ কেমন হবে। কিন্তু সিরিজ়ের শেষে অবসর নেয় ক্রিকেটারেরা। সিরিজ়ের মাঝে অবসর নেওয়াটা সচরাচর দেখা যায় না।”
পার্থে খেলানো হয়নি অশ্বিনকে। সেই জায়গায় ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছিল। অ্যাডিলেডে অশ্বিন খেললেও সে ভাবে সফল হননি। ব্রিসবেনে তাঁকে দলে নেওয়া হয়নি। একমাত্র স্পিনার হিসাবে খেলেন রবীন্দ্র জাডেজা। আগামী দু’টি টেস্টে অশ্বিনকে আর পাওয়া যাবে না। ফলে সিডনিতে দু’জন স্পিনার খেলালে সেটা জাডেজা এবং ওয়াশিংটন হবেন। গাওস্কর বলেন, “হয়তো দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে অশ্বিনের থেকে এগিয়ে রয়েছে ওয়াশিংটন।” শেষে অশ্বিনের প্রশংসা করে বলেন, ‘‘ও দুর্দান্ত ক্রিকেটার।’’