রোহিত শর্মা। —ফাইল চিত্র।
ব্রিসবেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শেষে সাংবাদিক বৈঠকে এসে সে কথা ঘোষণা করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন রোহিত শর্মাও। অশ্বিনের অবসরের প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলে ফেলেন অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পুজারার অবসরের কথাও। পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নেন।
সাংবাদিক বৈঠকে রোহিতকে জিজ্ঞেস করা হয়েছিল, অশ্বিনের অবসরের পর এক এক করে অভিজ্ঞ ক্রিকেটারেরা দলের বাইরে চলে যাচ্ছেন। পুজারা এবং রাহানে দলে নেই। অশ্বিনও থাকবেন না। রোহিত কি ধীরে ধীরে সঙ্গীহীন হয়ে যাচ্ছেন? উত্তরে ভারত অধিনায়ক বলেন, “একসঙ্গে বহু দিন ক্রিকেট খেলেছি। এখন এক এক করে সবাই চলে যাচ্ছে। সত্যিই একটা অন্য রকম অনুভূতি তৈরি করে। কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমরা সকলেই বন্ধু। সারা জীবন বন্ধু থাকব। অবশ্যই ওদের এখন থেকে আর ক্রিকেট সফরে পাব না। মুম্বইয়ে রাহানের সঙ্গে দেখা হবে মাঝেমাঝেই। পুজারা রাজকোটে লুকিয়ে থাকে, তা-ও মাঝেমাঝে দেখা হয়। ওরা দেশের হয়ে অনেক রান করেছে, ম্যাচ জিতিয়েছে। সত্যিই ওদের খুব মিস্ করব।”
এর পরেই রোহিত নিজের ভুল বুঝতে পারেন। তাঁর বলা কথাগুলোর জন্য অন্য রকম অর্থ তৈরি হয়ে গিয়েছে তা বুঝতে পারেন তিনি। ভুল শুধরে নিয়ে রোহিত বলেন, “যদিও রাহানে এখনও অবসর নেয়নি। আপনারা তো আমাকে মেরে ফেলবেন। পুজারাও অবসর নেয়নি। ওরা এখানে নেই। ওদের জন্য ভারতীয় দলের দরজা খোলা আছে। যে কোনও সময় ওরা দলে আসতে পারে। আমাকে তো বিপদে ফেলে দেবেন আপনারা।”
রোহিত হাসতে হাসতেই বলছিলেন কথাগুলো। সাংবাদিকেরাও হেসে ফেলেন। ৩৫ বছরের পুজারা এবং রাহানে ভারতীয় দলের ব্যাটিংয়ের স্তম্ভ ছিলেন। যদিও এখন তাঁরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে। একসঙ্গে ১৮৮টি টেস্ট খেলেছেন। ১২ হাজারের উপর রান করেছেন। প্রায় ১০ বছর ধরে তাঁরা ভারতীয় দলের মিডল অর্ডার সামলেছেন।