Border-Gavaskar Trophy 2024-25

আগুনে ঘি ঢালছেন গাওস্কর! পরের টেস্টে সিরাজের থেকে জবাব চাইছেন প্রাক্তন অধিনায়ক

শনিবার অ্যাডিলেডে ট্রেভিস হেডের সঙ্গে কথা কাটাকাটির পর রবিবার সিরাজকে একের পর এক বাউন্সার করেন অস্ট্রেলিয়ার পেসারেরা। গাওস্কর চান সিরাজ সেটাই ফিরিয়ে দিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ২২:২৭
Share:

মহম্মদ সিরাজ। ছবি: পিটিআই।

মহম্মদ সিরাজকে তাঁতিয়ে দিচ্ছেন সুনীল গাওস্কর। ভারতের প্রাক্তন অধিনায়ক চাইছেন আগামী টেস্টে জবাব দিক হায়দরাবাদের পেসার। শনিবার অ্যাডিলেডে ট্রেভিস হেডের সঙ্গে কথা কাটাকাটির পর রবিবার সিরাজকে একের পর এক বাউন্সার করেন অস্ট্রেলিয়ার পেসারেরা। গাওস্কর চান সিরাজ সেটাই ফিরিয়ে দিক।

Advertisement

অস্ট্রেলিয়া বনাম ভারত মানেই মাঠের সঙ্গে শুরু মাঠের বাইরের লড়াই। শনিবার যেটার শুরুটা হল মাঠ থেকেই। হেড আউট হওয়ার পর সিরাজকে কিছু একটা বলেন। তার জবাব দেন সিরাজ। হেড দাবি করেছিলেন, তিনি সিরাজকে খারাপ কিছু বলেননি। বলেছিলেন, “ভাল বল করেছ।” কিন্তু সিরাজ তা অস্বীকার করেন। ভারতীয় পেসার জানিয়ে দেন যে হেড অসত্য বলছেন। এমন পরিস্থিতিতে সিরাজের পাশে দাঁড়ালেন গাওস্কর।

ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “সিরাজ ১০ নম্বরে ব্যাট করতে নেমেছিল। এমন ব্যাটারকে বাউন্সার করলে তার সমস্যা হবেই। এতে সিরাজের কোনও দোষ নেই। ও নামার পর অস্ট্রেলিয়া বেশিই আক্রমণাত্মক হয়ে গিয়েছিল। তবে আমার মনে হয় না সিরাজের এতে কোনও সমস্যা হবে। গাব্বায় যখন ওর হাতে বল থাকবে, তখন ও এই বাউন্সার ফিরিয়ে দেবে।”

Advertisement

গাওস্কর মনে করেন, ভারতের উচিত ছিল হেডকে একের পর এক বাউন্সারে আক্রমণ করা। তিনি বলেন, “ভারত যদি হেডকে এই ভাবে বাউন্সার করত ভাল হত। ওরা মাত্র চারটে বাউন্সার দিয়েছে। হেড বাউন্সারের বিরুদ্ধে খুব স্বচ্ছন্দ নয়। এমন এক জন ব্যাটারকে আরও বাউন্সার করা উচিত ছিল। আমরা হেডকে কখনওই বেশি বাউন্সার করিনি। সেটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হোক বা এক দিনের বিশ্বকাপের ফাইনাল। আমরা হেডকে সে ভাবে পরীক্ষার মুখে ফেলতে পারিনি। এটা প্রমাণ করে আমাদের বোলারেরা কতটা পরিকল্পনা করে নামছে। অন্তত প্রথম ২৫-৩০ রান করার সময় ওকে বাউন্সার করা উচিত। ভাগ্য ওর সঙ্গ দিলে হয়তো বাউন্সারে ও কিছু চার, ছয় মারবে। কিন্তু ঠিক মতো বল করলে আমার মনে হয় উইকেটও পাওয়া যাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement