Babar Azam

‘ফর্মে ফিরতে বাবরের উচিত বিরাটের পথ অনুসরণ করা’, মত বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিংয়ের

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে বাবরকে দল থেকেই বাদ দিয়ে দেন নির্বাচকেরা। সেই বাবরকে রানে ফেরার জন্য বিরাট কোহলির পথ অনুসরণ করতে বলছেন রিকি পন্টিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৪
Share:

বিরাট কোহলি এবং বাবার আজ়ম। —ফাইল চিত্র।

ব্যাটে রান নেই বাবর আজ়মের। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে তাঁকে দল থেকেই বাদ দিয়ে দেন নির্বাচকেরা। সেই বাবরকে রানে ফেরার জন্য বিরাট কোহলির পথ অনুসরণ করতে বলছেন রিকি পন্টিং।

Advertisement

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক টেস্টে শেষ ১৮টি ইনিংসে অর্ধশতরানও করতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও রান পাননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে বাদ পড়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দলে ফেরানো হয়েছে তাঁকে। প্রথম ম্যাচে ৩৭ রান করেছেন তিনি। বাবরের ফর্ম হারানো সম্পর্কে বলতে দ্গিয়ে পন্তিং তাঁকে কিছু পরামর্শ দিয়েছেন।

অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন পন্টিং। বিশ্বের অন্যতম সফল অধিনায়ক মনে করা হয় তাঁকে। পন্টিং বলেন, “বাবরকে দলে ফেরানোই মুশকিল হয়ে গিয়েছে। বাবর ফর্মে না ফিরলে টেস্ট দলে ওর ফেরা কঠিন। এর আগে আমরা বিরাটকে নিয়ে এমন কথা বলতাম। এখন বাবরকে নিয়ে বলতে হচ্ছে। কখনও কখনও মনে হয় বিরাট ঠিক করেছিল বিশ্রাম নিয়ে। যে বিশ্রামের কথা বিরাট নিজেও বলেছে। ক্রিকেট থেকে দূরে ছিল ও। সেই বিশ্রামে বিরাট নিজেকে গুছিয়ে নিয়েছিল। বাবরেও তেমনই করা উচিত। ক্রিকেট থেকে দূরে থাকা উচিত ওর। কিট ব্যাগটা আলমারিতে বন্ধ করে রেখে অন্য বিষয় নিয়ে ভাবা উচিত। তা হলে আবার আগের ফর্মে ফিরতে পারে ও। আশা করব তখন বাবরকে আবার আগের মতো ব্যাট করতে দেখতে পারব।”

Advertisement

শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় এক দিনের ম্যাচ। সেই ম্যাচে রানে ফেরার জন্য মরিয়া থাকবেন বাবর। অ্যাডিলেডে দলকে জেতাতে পারলে সিরিজ়েও ফিরবে পাকিস্তান। কারণ প্রথম ম্যাচে তারা হেরে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement