Neymar

চোট সারিয়ে এক বছর পর ফিরেই আবার চোট, এ বার কত দিনের জন্য মাঠের বাইরে নেমার?

খেলেন সৌদি আরবের আল হিলালের হয়ে। কিন্তু প্রায় এক বছর পর চোট সারিয়ে মাঠে ফিরে আবার চোট পেলেন নেমার। এই বছর ডিসেম্বরের আগে তাঁর মাঠে ফেরা কঠিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৬:২৮
Share:

নেমার। —ফাইল চিত্র।

মরসুমের বেশির ভাগ সময় চোটের কারণে খেলাই হয় না নেমারের। ইউরোপিয়ান ফুটবল থেকে সরে এসেছেন। খেলেন সৌদি আরবের আল হিলালের হয়ে। কিন্তু প্রায় এক বছর পর চোট সারিয়ে মাঠে ফিরে আবার চোট পেলেন নেমার। এই বছর ডিসেম্বরের আগে তাঁর মাঠে ফেরা কঠিন।

Advertisement

গত সোমবার আল হিলালের হয়ে খেলতে নেমেছিলেন নেমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ছিল ইরানের ক্লাব এস্টেঘলাল। এক বছর পর চোট সারিয়ে সেই ম্যাচে খেলতে নেমেছিলেন নেমার। বার্সেলোনার প্রাক্তন ফুটবলারকে ৫৮ মিনিটে নামানো হয়েছিল। কিন্তু মাঠে ফেরাটা খুব সুখের হল না তাঁর জন্য। আবার চোট পান তিনি। আল হিলালের কোচ জর্জ জেসুস জানিয়েছেন আগামী দু’সপ্তাহ তাঁকে পাওয়া যাবে না। জেসুস বলেন, “খুব সাধারণ চোট নয়। পেশিতে চোট পেয়েছে নেমার। হাঁটুতে কোনও সমস্যা নেই। দু’সপ্তাহ খেলতে পারবে না ও।” নেমারও সমাজমাধ্যমে লিখেছেন, “আশা করছি বড় কিছু হয়নি। এক বছর খেলা থেকে দূরে থাকলে এমনটা হওয়া স্বাভাবিক। চিকিৎসকেরা আমাকে সাবধান করেছিলেন। আগামী দিনে মাঠে নামলে আমাকে আরও সচেতন হতে হবে।”

অন্য একটি সূত্রে খবর, নেমারের চোট খুব ছোট নয়। যে কারণে এখনই তাঁকে সৌদি প্রো লিগের দ্বিতীয় পর্বের জন্য রেজিস্টার করাবে না আল হিলাল। সৌদি প্রো লিগের জন্য ১০ জন বিদেশি ফুটবলারকে সই করাতে পারে ক্লাবগুলি। আল হিলাল ইতিমধ্যেই ১০ জনকে নিয়ে নিয়েছে। নেমারের সঙ্গে আল হিলালের ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে। প্রতি সপ্তাহে নেমারের আয় প্রায় ২২ কোটি ৬৮ লক্ষ টাকা। আগামী দিনে তাঁকে দলে রাখা হবে কি না তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আল হিলালে আসার পর থেকে এখনও পর্যন্ত মাত্র সাতটি ম্যাচ খেলেছেন নেমার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement