পর পর দু’ম্যাচে হারের পরে তৃতীয় ম্যাচে জয়ে ফিরল ভারত। আবু ধাবিতে আফগানিস্তানকে - ৬৬ রানে হারালেন বিরাট কোহলীরা।
কী কারণে জয় পেলেন কোহলীরা? পাঁচটি কারণ তুলে ধরল আনন্দবাজার অনলাইন।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের তুলনায় বোলিং আক্রমণ অনেকটাই দুর্বল আফগানিস্তানের। দলের প্রধান বোলার রশিদ খানও উইকেট পাননি।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে ভাল পিচে খেলল ভারত। লোকেশ রাহুল সে কথা জানিয়েও দেন।
ওপেনিংয়ে রেকর্ড পার্টনারশিপ গড়ল ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল ১৪০ রান করে। এই পার্টনারশিপই কোমর ভেঙে দেয় আফগানদের।
মিডল অর্ডারে ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ড্যর ঝোড়ো ব্যাটিং। তাঁদের ব্যাটিংয়ের জোরে ২১০ রানে পৌঁছয় ভারত।
জ্বলে উঠলেন দলের বোলাররা। পাঁচ বছর পরে খেলতে নেমে দুরন্ত বল করলেন রবিচন্দ্রন অশ্বিন। যোগ্য সঙ্গত দিলেন শামি, বুমরারা।
এই জয়ের ফলে বিশ্বকাপে প্রথম জয় পেল ভারত। সেই সঙ্গে সেমিফাইনালে যাওয়ার সুযোগ এখনও থাকল কোহলীদের।