IPL Auction 2024

৫ অধিনায়ক: আইপিএলের মহা নিলামের আগে যাঁদের ধরে রাখতে পারে দলগুলি

নভেম্বরের শেষে হবে আইপিএলের মহা নিলাম। কে কোথায় যাবেন, কাদের ধরে রাখা হবে তা নিয়ে জল্পনা চলছে। তবে পাঁচ জন এমন অধিনায়ক আছেন যাঁদের ধরে রাখতে পারে নিজেদের দলগুলি। কারা হতে পারেন সেই পাঁচ অধিনায়ক?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৯:০৪
Share:

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

নভেম্বরের শেষে হবে আইপিএলের মহা নিলাম। অনেক ক্রিকেটারেরই দল বদল হবে। কে কোথায় যাবেন, কাদের ধরে রাখা হবে তা নিয়ে জল্পনা চলছে। প্রতি দিনই নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে পাঁচ জন এমন অধিনায়ক আছেন যাঁদের ধরে রেখে দিতে পারে নিজেদের দলগুলি। কারা হতে পারেন সেই পাঁচ অধিনায়ক?

Advertisement

১. হার্দিক পাণ্ড্য

গত আইপিএল শুরুর আগেই গুজরাত টাইটান্স থেকে বহু কোটি টাকা ব্যয়ে হার্দিক পাণ্ড্যকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়কও করেছিল। হার্দিক দলকে প্রত্যাশামতো সাফল্য দিতে পারেননি। তবে এক বছরেই যে তাঁকে নিয়ে মুম্বইয়ের মোহভঙ্গ হয়েছে এমন মনে করার কারণ নেই। তাই হার্দিককে ধরে রাখা হবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

২. সঞ্জু স্যামসন

রাজস্থান রয়্যালসে দীর্ঘ দিন ধরেই রয়েছেন সঞ্জু। গত বেশ কয়েক বছর নেতৃত্বের দায়িত্বও সামলেছেন। সম্প্রতি রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর ছবি পোস্ট করেছে রাজস্থান। তা দেখে অনেকেরই মনে হচ্ছে সঞ্জুকে ধরে রাখা হবে।

৩. শুভমন গিল

হার্দিক গুজরাত ছাড়ার পর নতুন অধিনায়ক হিসাবে শুভমন ছাড়া আর কারও নাম ভাবা হয়নি। গত বছরই দায়িত্ব পেয়েছেন শুভমন। দল খুব ভাল জায়গায় শেষ না করলেও অধিনায়ক হিসাবে জাত চিনিয়েছেন তিনি। তাঁকে ধরে রাখার ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছে গুজরাত।

৪. রুতুরাজ গায়কোয়াড়

মহেন্দ্র সিংহ ধোনির বিকল্প হিসাবে প্রথমে রবীন্দ্র জাডেজাকে বেছে নিয়েছিল চেন্নাই। তিনি ব্যর্থ হওয়ায় আবার দায়িত্ব নেন ধোনি। গত মরসুম শুরুর আগে তিনি দায়িত্ব দেন তরুণ রুতুরাজের হাতে। খুব খারাপ দল চালাননি রুতুরাজ। তবে অধিনায়ক হিসাবে নজর কেড়েছেন রুতুরাজ। তাঁকে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে। তাই রুতুরাজেরও থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল।

৫. প্যাট কামিন্স

মিচেল স্টার্কের পর দ্বিতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটার হিসাবে সানরাইজার্স হায়দরাবাদ কেনে কামিন্সকে। প্রথম বার দলের দায়িত্ব নিয়েই হায়দরাবাদকে ফাইনালে তুলেছিলেন কামিন্স। তাঁকেও সর্বোচ্চ দামে ধরে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement