বিশ্বকাপের ফাইনাল দেখছেন বিরাট কোহলিরা। গ্রাফিক: শৌভিক দেবনাথ
বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে ভারতীয় দল এখন হাল্কা মেজাজে। সকালে ৫০ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যায়। রাতে একসঙ্গে খেলা দেখতে বসে পড়লেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। নিজেদের মধ্যে ভাগও হয়ে গেল ভারতীয় দল।
রবিবার ১৮৮ রানে বাংলাদেশকে হারায় ভারত। সহজেই ম্যাচ জিতে নেন রাহুলরা। রবিবারই বিশ্বকাপের ফাইনাল। যে ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা এবং ফ্রান্স। লিয়োনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে খেলতে নেমেছেন। সেই ম্যাচ একসঙ্গে দেখছেন বিরাটরা। ভারতীয় দলের অনেকে আর্জেন্টিনা দলের সমর্থক। অনেকে আবার ফ্রান্সের। ব্রাজিল এবং ইংল্যান্ড দলেরও বেশ কয়েক জন সমর্থক রয়েছেন। যদিও সেই দেশগুলি ফাইনালের আগেই বিদায় নিয়েছে।
টেস্ট জয়ের পর ফুরফুরে মেজাজে খেলা দেখার সঙ্গে চলছে খাওয়া দাওয়াও। ম্যাচ শেষে রাহুল বলেন, “ফুটবল বিশ্বকাপে কে কাকে সমর্থন করে তা আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি। কেউ ব্রাজিল ভক্ত, কেউ ইংল্যান্ডের। আজ যদিও তারা কাদের সমর্থন করবে জানি না। পাঁচ দিনের টেস্ট শেষ। আমরা ক্লান্ত। খেলা উপভোগ করব। বিশ্বকাপের ফাইনাল আমরা সবাই দেখব। আমরা ফুটবল ভালবাসি। আমরা ফুটবল খেলতেও ভালবাসি। আজ আমরা ভাগ হয়ে যাব।”
ফুটবল বিশ্বকাপের তাপ ভারতীয় ক্রিকেট দলের সাজঘরেও পৌঁছে গিয়েছে। তাঁরাও মেতে রয়েছেন বিশ্বকাপ নিয়ে। নিজেরা জিতে তাই এ বার মেসি, এমবাপেদের খেলা উপভোগ করছেন তাঁরা।