বিরাট কোহলি। —ফাইল চিত্র।
দু’দিন পরেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে নামছে ভারত। তার আগে পাকিস্তানে বাবর আজ়মদের ম্যাচে হঠাৎ হাজির হলেন বিরাট কোহলি! কী ঘটনা ঘটল ফয়সলাবাদের মাঠে?
কোহলি অবশ্য সত্যি সেখানে যাননি। গ্যালারিতে ছিল তাঁর জার্সি। ঘটনাটি ঘটেছে চ্যাম্পিয়ন্স ওয়ান ডে কাপের চতুর্থ ম্যাচে। বাবরের দল স্ট্যালিয়ন্সের বিরুদ্ধে খেলা ছিল মহম্মদ রিজ়ওয়ানের দল মারখোর্সের। প্রথমে ব্যাট করছিল মারখোর্স। ক্রিজ়ে ছিলেন সলমন আঘা ও ইফতিখার আহমেদ।
২৯তম ওভারে মেহরান মুমতাজের তৃতীয় বল সোজা মারেন সলমন। বল বাউন্ডারির বাইরে চলে যায়। তার পরেই ক্যামেরার মুখ গ্যালারিতে দর্শকদের দিকে তাক করে। দেখা যায়, কোহলির ১৮ নম্বর জার্সি তুলে ধরেছেন এক সমর্থক। দ্রুত এই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পাকিস্তানের বাবরের সঙ্গে ভারতের কোহলির তুলনা হয়। কে বড় ক্রিকেটার তা নিয়ে দু’দেশের সমর্থকেরা তর্কে জড়ান। আবার পাকিস্তানের অনেক ক্রিকেট ভক্ত প্রকাশ্য জানিয়েছেন, তাঁরা কোহলির ভক্ত। আগেও তাঁদের কোহলির জার্সি পরতে দেখা গিয়েছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরাও বেশির ভাগই কোহলিকে বাবরের থেকে এগিয়ে রাখেন। কয়েক দিন আগে বাংলাদেশের বিরুদ্ধে বাবর খারাপ খেলেছেন। দল হেরেছে। সেই কারণেই কি বাবরকে খোঁচা মারতেই কোহলির জার্সি নিয়ে মাঠে ঢুকেছিলেন ওই দর্শক। উত্তর অজানা।