এ ভাবেও আউট হওয়া যায়! ছবি: টুইটার থেকে
এমন ভাবেও আউট হওয়া যায়! হেনরি নিকোলস কার বলে আউট হলেন? জ্যাক লিচ নাকি সতীর্থ ড্যারিল মিচেল নাকি ভাগ্য? কে নিল নিকোলসের উইকেট? বলা সত্যিই খুব কঠিন। লিডসে চা বিরতিতে যাওয়ার আগে অদ্ভুত ভাবে আউট হলেন নিকোলস। চা পানে যাওয়ার আগে বিস্মিত বেন স্টোকস, হতাশ নিকোলস।
লিডস টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৫৫তম ওভারে বল করছিলেন লিচ। তাঁর বল খেলেন নিকোলস। সেই বল গিয়ে লাগে নন স্ট্রাইকারের দিকে দাঁড়িয়ে থাকা মিচেলের ব্যাটের মাঝ খানে। সেখান থেকে সোজা সেই বল চলে যায় অ্যালেক্স লিজের হাতে। অদ্ভুত সেই আউটের পর সকলেই অবাক হয়ে যান। অল্পের জন্য বেঁচে যান আম্পায়ারও। তিনিও স্তম্ভিত।
মাঠ থেকে বেরনোর সময় দুই দলের ক্রিকেটারদেরই অবাক ভাবে তাকাতে দেখা যায়। তাঁরা বিশ্বাস করতে পারছিলেন না যে আদৌ এই ভাবে আউট হওয়া যায়। চা বিরতির পাঁচ উইকেট হারিয়ে কিছুটা পিছিয়ে পড়েছে নিউজিল্যান্ড।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।