India vs England

সারা রাত না ঘুমিয়ে পর দিন ৭ উইকেট, রোহিতদের হার! ইংরেজ বোলারের সাফল্যের নেপথ্য কাহিনি ফাঁস

প্রথম টেস্টে ৭ উইকেট নিয়ে টম হার্টলি একাই শেষ করে দিয়েছেন ভারতের ইনিংস। সেই ইনিংসের আগের রাতে নাকি ঘুমোতেই পারেননি হার্টলি। এই তথ্য প্রকাশ্যে এনেছেন তাঁর বাবা বিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১২:২০
Share:

হার্টলিকে (মাঝে) নিয়ে উচ্ছ্বাস স্টোকসদের। ছবি: পিটিআই।

প্রথম টেস্টে ভারতকে হারানোর নেপথ্যে রয়েছেন ইংল্যান্ডের স্পিনার টম হার্টলি। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে একাই শেষ করে গিয়েছেন ভারতের ইনিংস। সেই ইনিংসের আগের রাতে নাকি ঘুমোতেই পারেননি হার্টলি। এই তথ্য প্রকাশ্যে এনেছেন তাঁর বাবা বিল। গোটা রাতই নাকি অস্বস্তিতে কাটিয়েছিলেন হার্টলি। সকালে উঠে সতীর্থ জ্যাক লিচ এবং বোলিং কোচ জিতন পটেলের পরামর্শে কৌশলে বদল এনেই সাফল্য পান।

Advertisement

একটি ওয়েবসাইটে মন্তব্য করতে গিয়ে বিল বলেছেন, “প্রথম দিন মাইক আথারটন ওর হাতে টুপি তুলে দেওয়ার সময়ে বলেছিল, ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এর থেকে ভাল সময় আর হয় না। উনি ১০০ শতাংশ ঠিক। প্রথম ইনিংসের পর নিজের বোলিং নিয়ে অনেক ভেবেছে টম। কিছু বদল আনতে হয়েছে। জ্যাক এবং জিতনের সঙ্গে কথা বলেছে। অধিনায়ক সব সময় ওঁর পাশে ছিল।”

টমের বাবা বিল নিজে দৌড়বিদ। অতীতে ইউরোপীয় প্রতিযোগিতায় সোনা জিতেছেন। ফলে অত্যধিক চার এবং মানসিকতা ঠিক রাখা কতটা কঠিন সেটা জানেন। চতুর্থ দিনের আগের রাতের কথা ব্যাখ্যা করে তিনি বলেছেন, “ক্রিকেট খুব ভয়ঙ্কর খেলা। আমরা ভদ্রলোকের খেলা বলি বটে। কিন্তু মাঠে নামলে সেটা মোটেই হয় না। তৃতীয় দিন রাতে ও খুবই চিন্তায় পড়েছিল। আমি রবিবার বিকেলে ওর সঙ্গে কথা বলেছিলাম। ও বলেছিল সারারাত ঘুমোয়নি। নিজে যে ভাবে চেয়েছিল সে ভাবে বল করতে পারি। তার পরে দারুণ ভাবে ফিরল, তাই না?”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement