বেন স্টোকস। —ফাইল চিত্র।
হায়দরাবাদ টেস্টে এক জোরে বোলার নিয়ে দল সাজিয়েছেন বেন স্টোকসেরা। প্রথম একাদশে সুযোগ হয়নি অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনের। ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে মরিয়া অ্যান্ডারসন। প্রথম একাদশে জায়গা করে নিয়ে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে কি খেলার সুযোগ পাবেন অ্যান্ডারসন? বিশাখাপত্তনম পৌঁছনোর পর পিচ দেখে সিদ্ধান্ত নেবেন ব্র্যান্ডন ম্যাকালাম। তবে নিজেকে তৈরি রাখছেন ভারতের মাটিতে ষষ্ঠ টেস্ট সিরিজ় খেলতে আসা আন্ডারসন। জোরে বোলার হিসাবে প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম জানেন তিনি। কারণ ৪১ বছরের অ্যান্ডারসন এখন আর ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান স্ট্রাইক বোলার নন। তাই অন্য পদ্ধতি নিয়েছেন তিনি। জোরে বোলিং ছেড়ে স্পিন বোলিং অনুশীলন করছেন তিনি। ইংল্যান্ডের নেটে বাঁহাতে স্পিন বোলিং করতে দেখা গিয়েছে অ্যান্ডারসনকে। তাঁর অনুশীলনের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
হায়দরাবাদে খেলা শুরুর আগে গা ঘামাতে মাঠে নামছেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেলদের সামলানোর জন্য দলের স্পিনারদের বিরুদ্ধে হালকা অনুশীলন করে নিচ্ছেন ইংরেজ ব্যাটারেরা। অ্যান্ডরসনকেও দেখা গিয়েছে নেটে দলের ব্যাটারদের স্পিন বল করতে। তাঁর অনুশীলনের এই ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের আকৃষ্ট করেছে। অনেকে মনে করছেন, জোরে বোলার হিসাবে খেলার সম্ভাবনা কম বুঝেই স্পিন বোলিংয়ে মন দিয়েছেন ৬৯০টি টেস্ট উইকেটের মালিক। দলের বোলিং আক্রমণে আরও বৈচিত্র আনার চেষ্টা করছেন অ্যান্ডারসন। তাঁকে নিয়ে যাতে ভাবতে বাধ্য হন স্টোকসেরা। ক্রিকেটপ্রেমীদের একাংশ অবশ্য মনে করছেন, অ্যান্ডারসনকে স্পিনার হিসাবে চমকে দিতে চাইছে ইংল্যান্ড। তাদের ‘বাজ়বল’ (ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে। যে হেতু তাঁর ডাকনাম ‘বাজ়’, ইংল্যান্ডের ক্রিকেটকে বাজ়বল বলা হচ্ছে।) ক্রিকেটে নতুন সংযোজন স্পিনার অ্যান্ডারসন।
ইংল্যান্ডের হয়ে ১৮৩টি টেস্ট, ১৯৪টি এক দিনের ম্যাচ এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। তাঁকে বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার বলা হয়। ৪১ বছরের ক্রিকেটার হয়তো চাইছেন টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক ভারতের মাটিতেই স্পর্শ করতে।