India vs England 2024

ধর্মশালার পিচেও দুই স্পিনার, ভারতের বিরুদ্ধে শেষ টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশে এক বদল

ভারতের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। দলে দুই স্পিনার রেখেছে তারা। প্রথম একাদশে মাত্র একটি বদল করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১৫:২৭
Share:

বেন স্টোকস। —ফাইল চিত্র।

ধর্মশালাতেও বদলে গেল ইংল্যান্ডের প্রথম একাদশ। ভারতের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। দলে দুই স্পিনার রেখেছে তারা। আগের টেস্টে প্রথম একাদশে ফেরা ওলি রবিনসনকে বাদ দেওয়া হয়েছে। বদলে ঢুকেছেন মার্ক উড। এই একটিই বদল হয়েছে।

Advertisement

রাজকোটে তৃতীয় টেস্টে খেলেছিলেন উড। কিন্তু রাঁচীতে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। বদলে দলে আসেন রবিনসন। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ অর্ধশতরান করেন তিনি। সে রকম বল করার সুযোগ পাননি। পঞ্চম টেস্টে আবার তাঁকে বসিয়ে উডকে দলে ফেরানো হল। অপর পেসার জেমস অ্যান্ডারসন অবশ্য প্রথম একাদশে রয়েছেন।

ধর্মশালার পরিবেশ দেখে মনে করা হয়েছিল, এক জন অতিরিক্ত পেসার খেলাবে ইংল্যান্ড। অর্থাৎ, এক জন স্পিনারকে বসিয়ে উডকে নেওয়া হবে। কিন্তু সেটা করল না ইংল্যান্ড। কয়েক দিন আগে রঞ্জির একটি ম্যাচে এই মাঠে ৩৬টি উইকেট পড়েছিল। সব ক’টিই নিয়েছিলেন পেসারেরা। তার পরেও দুই স্পিনার খেলাচ্ছে ইংল্যান্ড।

Advertisement

ইতিমধ্যে ১-৩ ব্যবধানে সিরিজ় হেরে গিয়েছে ইংল্যান্ড। কিন্তু পঞ্চম টেস্টও গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকার জন্য রোহিত শর্মার ভারতকে হারানোর চেষ্টা করবে ইংল্যান্ড।

ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement