James Anderson

আইপিএল খেলে ক্রিকেটের জ্ঞান বৃদ্ধি করতে চান ৯৭৩ আন্তর্জাতিক উইকেট নেওয়া ‘বুড়ো’ অ্যান্ডারসন!

আন্তর্জাতিক ক্রিকেটে ৯৭৩টি উইকেট নিয়েছেন তিনি। সেই জেমস অ্যান্ডারসন এ বার আইপিএলের নিলামে নামবেন। এই প্রতিযোগিতায় খেলে ক্রিকেটের জ্ঞান বৃদ্ধি করতে চান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৮:০৮
Share:

জেমস অ্যান্ডারসন। —ফাইল চিত্র।

২২ বছরের আন্তর্জাতিক কেরিয়ার তাঁর। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯৭৩টি উইকেট নিয়েছেন তিনি। একমাত্র পেসার হিসাবে টেস্টে ৭০০-র বেশি উইকেটে মালিক তিনি। ৪২ বছরের সেই জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে অবশেষে আইপিএলের দিকে নজর দিয়েছেন। এ বার নিলামে নামবেন তিনি। এই প্রতিযোগিতায় খেলে ক্রিকেটের জ্ঞান বৃদ্ধি করতে চান অ্যান্ডারসন।

Advertisement

টি-টোয়েন্টিকে সাধারণত তরুণদের খেলা বলা হয়। আইপিএলেও প্রতি বছর অনেক তরুণ ক্রিকেটার নজর কাড়েন। সেই প্রতিযোগিতায় এ বার নামতে চান অ্যান্ডারসন। তাঁর একটি বিশেষ কারণ রয়েছে। আইপিএলের অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তিনি। অ্যান্ডারসন বলেন, “আমার মনে হয় এখনও আমি খেলার ক্ষমতা রয়েছে। আইপিএলে কোনও দিন খেলিনি। এই অভিজ্ঞতা আমাকে আরও কিছু দিন খেলা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ইংল্যান্ডের জাতীয় দলে মেন্টরের দায়িত্ব সামলেছেন অ্যান্ডারসন। ভবিষ্যতে কোচ হওয়ার বাসনা তাঁর রয়েছে। সেখানেও আইপিএলকে গুরুত্ব দিচ্ছেন তিনি। অ্যান্ডারসন বলেন, “আমি কয়েক দিন কোচিং করিয়েছি। ইংল্যান্ড দলের মেন্টর ছিলাম। ভবিষ্যতে সুযোগ পেলে কোচিং করাতে পারি। আইপিএল খেললে ক্রিকেটের জ্ঞান আরও কিছুটা বাড়বে। সেই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে।”

Advertisement

১৮৮টি টেস্টে ৭০৪ ও ১৯৪টি এক দিনের ম্যাচে ২৬৯ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। অর্থাৎ, ৩৮২টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ৯৭৩। সেই অ্যান্ডারসনের ন্যূনতম মূল্য রাখা হয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকা। চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ আইপিএলের নিলাম। এখন দেখার অ্যান্ডারসনকে কেউ আইপিএলে কেনে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement