আরসিবি জার্সিতে ডেভিড উইলি (বাঁ দিকে) ও বিরাট কোহলি। —ফাইল চিত্র
ভারতের বিরুদ্ধে ফর্মে ফিরলেন ডেভিড উইলি। ম্যাচে ৩ উইকেট নিলেন তিনি। তার মধ্যে একটি বিরাট কোহলির উইকেট। আইপিএলে কোহলির দল আরসিবির হয়ে খেলেন উইলি। বিরাটের সেই সতীর্থই ভারতকে সমস্যায় ফেলে দিলেন।
উইলি শুরুটা করেন বিরাটকে দিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই একটু সমস্যায় দেখাচ্ছিল বিরাটকে। পিচ ব্যাটিং সহায়ক না হওয়ায় স্বাভাবিক শট খেলতে সমস্যা হচ্ছিল। বিরাট সাধারণত শুরুতে বড় শট খেলেন না। সিঙ্গল বা ডাবল নিয়ে ইনিংস শুরু করেন। প্রথম কয়েকটি বল দেখে নেন। কিন্তু প্রথম ৮ বলে কোনও রান পাননি বিরাট। তার মধ্যে কভার অঞ্চলে দু’টি ভাল শট মেরেছিলেন তিনি। কিন্তু সেগুলি ধরে ফেলেন ইংল্যান্ডের ফিল্ডারেরা। ফলে অধৈর্য হয়ে পড়েন বিরাট। উইলির বল এগিয়ে মিড অফের উপর দিয়ে খেলতে যান। কিন্তু ব্যাটে-বলে না হওয়ায় মিড অফে বেন স্টোকসের হাতে ক্যাচ আউট হয়ে শূন্য রানে ফেরেন বিরাট।
সেখানেই শেষ নয়। ভারতের ইনিংসে রোহিত শর্মা ছাড়া আর যে দুই ব্যাটার রান পেয়েছেন সেই লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবেরও উইকেট নিয়েছেন উইলি। রোহিতের সঙ্গে ভাল জুটি বেঁধেছিলেন রাহুল। নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসে রাহুলকে আউট করেন উইলি। তাঁর বলে বড় শট খেলতে গিয়ে ৩৯ রানে আউট হন রাহুল।
শেষ দিকে ভারতীয় দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল সূর্যের হাতে। ভাল খেলছিলেন তিনি। উইলির বলে ছক্কা মারতে গিয়ে আউট হন তিনিও। ৪৯ রান করেন সূর্য। তিনি থাকলে ভারতের রান আরও কিছুটা বাড়ত। কিন্তু উইলির দাপটে তা হয়নি।
২০২২ সালের নিলামের সময় উইলিকে কেনে আরসিবি। কিন্তু আইপিএলে গত মরসুমে একটি ম্যাচের পর আর খেলেননি তিনি। চোটের কারণে দেশে ফিরে যান। দেশের হয়ে অবশ্য বিরাটের দলকেই সমস্যায় ফেললেন উইলি।