স্যাম কারেন। ছবি: রয়টার্স।
খেলার মাঝে হঠাৎ ঘাড়ের কাছে ক্যামেরা। বিরক্ত হয়ে এক ধাক্কা দিলেন ক্যামেরাম্যানকে। রবিবার আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের মাঝে এমন কাণ্ড ঘটালেন স্যাম কারেন। ইংরেজ অলরাউন্ডার বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে।
রবিবার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু আফগানিস্তানের ব্যাটারদের বিরুদ্ধে শুরুতে খুব একটা সাফল্য পাননি কারেনরা। কোনও উইকেট না হারিয়ে ১১৪ রান তুলে নেন দুই আফগান ওপেনার। কারেন এই ম্যাচে ৪ ওভার বল করে ৪৬ রান দিয়েছেন। নিজের উপর বিরক্তই ছিলেন তিনি। এমন অবস্থায় হঠাৎ ঘাড়ের কাছে ক্যামেরা দেখে আরও বিরক্ত হন কারেন। তা প্রকাশ করে ফেলেন অলরাউন্ডার। ধাক্কা দিয়ে সরিয়ে দেন ক্যামেরাম্যানকে। সেটাই সম্প্রচারিত হয়ে যায়।
আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২৮৪ রান তোলে। ওপেনার রহমানুল্লা গুরবাজ ৮০ রান করেন। ইকরাম আলিখিল করেন ৫৮ রান। শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে মুজিব-উর-রহমান ১৬ বলে ২৮ রান করেন। রশিদ খান করেন ২৩ রান। ইংল্যান্ডের আদিল রশিদ তিনটি উইকেট নেন।
সেই রান তাড়া করতে নেমে শুরুতেই ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো (২) আউট হয়ে যান। জো রুট করেন ১১ রান। তাঁদের উইকেট হারিয়ে লড়ছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান করেছে।