england cricket

England Vs South Africa: বিধ্বংসী রাবাডায় বিপর্যস্ত স্টোকসরা, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ ১৬৫ রানে

মাত্র ১৬৫ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। দুর্দান্ত বল করলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। ৫ উইকেট নিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৭:০২
Share:

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন রাবাডা। ছবি: পিটিআই

প্রথম দিন বৃষ্টির জেরে মাত্র ৩২ ওভার খেলা হয়েছিল। তাতেই অবশ্য ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছিল। কারণ, সেই ৩২ ওভারেই ৬ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। করেছিল ১১৬ রান। দ্বিতীয় দিন আর ১৩ ওভার টিকে থাকতে পারল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৬৫ রানে অলআউট হয়ে গেলেন বেন স্টোকসরা। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫ উইকেট নিলেন পেসার কাগিসো রাবাডা।

Advertisement

প্রথম দিন ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে একমাত্র অলি পোপ ভাল খেলেছিলেন। দিনের শেষে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিন দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। কিন্তু ৭৩ রানের মাথায় রাবাডার বলে বোল্ড হয়ে যান পোপ। ফলে ২০০ রান পর্যন্ত পৌঁছানোর আশা শেষ হয়ে যায় স্টোকসদের।

৪৫তম ওভারের শেষ বলে জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে ইংল্যান্ডকে অলআউট করে দেন রাবাডা। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে ১২ বার ৫ উইকেট উইকেট নিলেন তিনি। ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। এখন দেখার ইংল্যান্ডের বোলাররা কেমন খেলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement