বাংলাদেশের উইকেট পড়ার পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। পিছনে গ্যালারি ফাঁকা। ছবি: পিটিআই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ হচ্ছে দুবাইয়ে। ভারত আগেই জানিয়ে দিয়েছিল, পাকিস্তানে খেলতে যাবে না তারা। নিরপেক্ষ দেশ হিসাবে দুবাই পছন্দ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। সেই দাবি মেনে নিয়েছে আইসিসি। কিন্তু ভারতের পছন্দ করা মাঠেও দর্শক কম। ভারত-বাংলাদেশ ম্যাচে দেখা গেল, গ্যালারির অনেক আসন ফাঁকা। রোহিত শর্মা, বিরাট কোহলিদের দেখতেও কি অনীহা দর্শকদের? প্রশ্ন উঠছে এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৫ হাজার দর্শক বসতে পারেন। ভারতের ম্যাচ থাকলে খেলা শুরুর আগেই গ্যালারি ভরে যায়। সাধারণত এই ছবিই দেখা যায়। কিন্তু দুবাইয়ে তা হয়নি। খেলা শুরুর পরেও দেখা যায়, অনেক আসন ফাঁকা রয়েছে। বিশেষ করে স্টেডিয়ামের যে দিকে গ্যালারিতে রোদ পড়েছে সেই দিকে দর্শক অনেক কম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের টিকিট বিক্রি শুরু হয়েছে অনেক আগে। আইসিসি জানিয়েছে, সব টিকিট শেষ হয়ে গিয়েছে। তার পরেও গ্যালারি কেন ফাঁকা রয়েছে?
কারণ হিসাবে কয়েকটি কারণ উঠে আসছে। এক) দুবাইয়ে বৃহস্পতিবার ছুটির দিন নয়। ভারত সেখানকার দলও নয়। সেই কারণেই হয়তো কাজের দিন দুপুরে মাঠ ভরেনি। শুক্রবার হলে অনেক বেশি লোক আসতে পারতেন। দুই) ভারতের ব্যাটিং দেখার জন্যই দর্শকেরা অপেক্ষা করে থাকেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রথমে বল করছে। সেই কারণে শুরুতে লোক কম হয়েছে। পরে সন্ধ্যায় ভারত ব্যাট করবে। তখন হয়তো মাঠ ভরে যাবে। দুপুরে দর্শক কম হওয়ার একটা কারণ দুবাইয়ের গরমও।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে করাচিতেও ফাঁকা গ্যালারি দেখা গিয়েছে। খেলা শুরুর সময় স্টেডিয়ামের বহু আসন খালি দেখে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে দেখে খুব ভাল লাগছে। ১৯৯৬ সালের পর প্রথম কোনও বড় প্রতিযোগিতা হচ্ছে সেখানে। কিন্তু আয়োজকেরা কি স্থানীয়দের কথাটা বলতে ভুলে গিয়েছেন! মাঠে দর্শক কোথায়?’’ ফাঁকা গ্যালারির ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও। বিস্ময় প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশও।