Virat Kohli on Champions Trophy

২০১১, ২০২৪ সালে শুরুটা বাংলাদেশ ম্যাচ দিয়েই হয়েছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম: কোহলি

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেললে সেই প্রতিযোগিতা ভাল যায় ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে এই কথা মনে করিয়ে দিলেন বিরাট কোহলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৫
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি: এএফপি।

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। আইসিসি প্রতিযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেললে সেই প্রতিযোগিতা ভাল যায় ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে এই কথা মনে করিয়ে দিলেন বিরাট কোহলি।

Advertisement

কোহলি উদাহরণ টেনেছেন ২০১১ সালের এক দিনের বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২০১১ সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচ জিতেছিল তারা। শেষ পর্যন্ত বিশ্বকাপও জিতেছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচ ভারত জিতেছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপও জিতেছিল তারা। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, “এর আগে দু’বার বাংলাদেশের বিরুদ্ধে আমরা প্রথম ম্যাচ খেলেছি। ২০১১ সালের এক দিনের বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দু’বারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাই ওদের বিরুদ্ধে শুরুটা হলে সেই প্রতিযোগিতা আমাদের ভাল যায়। এ বারও আশা করছি সেটাই হবে।”

২০১৭ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। আট বছর পর আবার হচ্ছে এই প্রতিযোগিতা। কোহলি জানিয়েছেন, ব্যক্তিগত ভাবে এই প্রতিযোগিতা তাঁর বেশি পছন্দের। তার কারণও জানিয়েছেন কোহলি। তিনি বলেন, “অনেক বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। এই প্রতিযোগিতা আমার ব্যক্তিগত ভাবে খুব ভাল লাগে। কারণ, প্রথম আটে থাকা দল এই প্রতিযোগিতায় খেলে। তাই সারা বছর ধরে ভাল খেলতে হয়। প্রথম সারির দল খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে টান টান লড়াই হয়।”

Advertisement

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ন’মাসের মধ্যে আরও একটি আইসিসি প্রতিযোগিতা জেতার সুযোগ রয়েছে। টি-টোয়েন্টির মানসিকতা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান কোহলি। বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের সংখ্যা কম। ফলে পিছিয়ে পড়লে ফেরা যায় না। সেই চাপ তাঁদের সুবিধা করে দেবে বলে মনে করেন কোহলি। তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে চাপ নিয়ে খেলেছি সেটাই এখানে খেলতে চাই। কারণ, দুটো প্রতিযোগিতাই খুব ছোট। শুরু থেকেই জিততে হবে। একটা ম্যাচ খারাপ হলে চাপ বেড়ে যেতে পারে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের মানসিকতা নিয়েই এখানে খেলতে চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement